প্রেম ভালোবাসার ছন্দ ও কবিতা: স্বামী-স্ত্রীর জন্য

August 24

13 min read

ভালোবাসার ছন্দ কবিতা
সারকথা: প্রেম ভালোবাসা অপাত্রে দান করলে তখন তা দোষনীয়। প্রেম পবিত্র, যখনই তা স্বামী স্ত্রীর মাঝে সীমাবদ্ধ। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকে আরও রোমান্টিক করতে একে অপরকে প্রেমের কবিতা বা ছন্দ শোনানো বেশ কার্যকর। তাই আজকের এই লেখায় যতশত ভালোবাসার ছন্দ বা কবিতা উল্লিখিত হয়েছে তা আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে আদান-প্রদান করতে পারেন।

কবিতা পড়তে কার না ভালো লাগে? তবে ভালোবাসার মৌসুমে তো ভালোবাসার ছন্দ বা ভালোবাসার কবিতা পড়তেই বেশি ভালো লাগে, তাই না? কিছু ক্ষেত্রে ভালোবাসার এই কবিতাগুলো মন ভালো করতে সাহায্য করে। তাই আজকে ভালোবাসার ছন্দ কবিতা নিয়ে লেখা নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে থাকুন। আশা করি আপনাদের ভালোবাসার কবিতা বা ছন্দ উপহার দিতে পারব।

সবাই ভালোবাসে, প্রেমে পড়ে। প্রকৃতপক্ষে প্রেম সবার জীবনে আসে সময়ের সাথে সাথে। যেহেতু সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যমের তাই আমরা প্রিয় মানুষটিকে কিছু রোমান্টিক খুদে বার্তা পাঠানোর মাধ্যমে ভালোবাসা গভীর করি। সেটা একেক জনের কাছে একেক রকম। তবে অনেকেই বা প্রায় সবাই পছন্দ করে মিষ্টি রোমান্টিক কোনো ছন্দ বা কবিতা খুদে বার্তা হিসাবে পাঠিয়ে তার প্রেয়সীকে সকালের বা রাতের শুভেচ্ছা জানাতে। এক্ষেত্রে মেয়েরাও পিছিয়ে নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করে ভালোবাসার ছন্দ বা কবিতা। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কথোপকথন হলে সেখানে রহমত বর্ষিত হয়। তবে সে কথোপকথনে যদি থাকে ভালোবাসার কবিতা ছন্দ! 

আরও দেখুন: পরকীয়া প্রেম থেকে মুক্তির উপায়

সবসময় নিজেরা ছন্দ তৈরি করে দেওয়া সম্ভব না। আবার অনেক সময় গুগল করেও কাঙ্ক্ষিত রোমান্টিক কবিতা পাওয়া যায় না। এখন আবার আধুনিক যুগ। ভালোবাসাতেও এসেছে আধুনিকতার ছোঁয়া। তাই আমরা চেষ্টা করেছি বাছাইকৃত কিছু আধুনিক রোমান্টিক ভালোবাসার কবিতা বা ছন্দ দিয়ে আজকের ব্লগটি সাজাতে। সবগুলো কবিতা, ছন্দ পড়তে শেষ পর্যন্ত পড়ুন।

ভালোবাসার কবিতা

১.

লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখব তোমার নাম,
হাজার পাখির সুর দিয়ে গাইব তোমার গান,
তুমি আমার জান, তুমিই আমার প্রাণ।

২.

যখনই তোমাকে দেখি,
আবার নতুন করে প্রেম করতে ইচ্ছে করে।

৩.

“দূরে গেলে তুমি,
হারিয়ে যাব আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া।
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।”

৪.

চোখ খুলতেই খুঁজি তোকে, গরম চা এর কাপে.!
চোখের কোণে ঘুম তখনও লুকিয়ে মুচকি হাসে!

৫.

বারবার ভালোবাসি এটাই আমি চাই,
তুমি ছাড়া যে জগতে আপন আর কেহ নাই,
ভালোবাসি শুধু ভালোবাসি শুধু তোমায়,
পর করো না কোনদিন তুমি আমায়।

আরও দেখুন: লাভ জিহাদ কী

৬.

মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখো.!
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো,
স্বপ্ন দিলাম তাকে আরও দিলাম আশা,
মনের মত সাজিয়ে নিও আমার ভালবাসা।

৭.

ভোরের শিশির জানে আমি তোমাকে চাই,
রক্তজবা ফুলটা জানে তোমাকে কতটা চাই,
তুমি আমার অপূর্ণ অভিলাষা
তুমি আমার সেই সোনালী দিনের ভালোবাসা।

৮.

ভালোবাসা ভালোবাসি শুধুই তাকে,
ভালোবাসা ভালোবেসে আগলে যে রাখে।

৯.

তোমাকে পাওয়ার আমার আকুল আবেদন, 
তুমি কি জানো?
ভালোবাসা বাস্তবে নয় অনুভবে সুন্দর।

আরও দেখুন: পাত্র নির্বাচনে করণীয়: কেমন ছেলে বিয়ে করা উচিত

১০.

জীবন আমার ধন্য হলো,
তোমায় কাছে পেয়ে,
একই সাথে ভেসে যাব,
ভালোবাসার নৌকা বেয়ে।

১১.

“তুমি কি জানো তুমি আমার কাছে কী?
তুমি আমার হৃদয়ে থাকা এক সুপ্ত বাসনা।
এক অপূর্ণ ইচ্ছে একটি বারের জন্য
আমার অস্তিত্বকে খুব কাছে থেকে উপলব্ধি করার।”

১২.

যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুয়ে দিতাম,
চোখে জমা বিষাদটুকু, এক নিমিষেই ধুয়ে দিতাম,
মেঘলা বরণ অঙ্গ জুড়ে, তুুমি আমায় জড়িয়ে নিতে.!
কষ্ট আর পারতো না, তোমাকে অকারণে কষ্ট দিতে।

১৩.

রাতে আমার ঘুম আসেনা, তোর স্বপ্নে জেগে থাকি
ইচ্ছে আসা আপন করে, খোলা হাওয়াতে বাঁচি।

১৪.

ভালোবাসা স্বপ্নীল 
আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের
মত পবিত্র!
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বাস্তবতার কাছে অবহেলিত।

১৫.

আমার মনের ভাবনাগুলো তুমি বুঝে নিও
বারেবার উপলব্ধি করি-
ভালোবাসি প্রিয়।

১৬.

শিশির ভেজা সকাল হও, 
সোনালি রোদ্দুর হও,
ভালোবাসার স্নিগ্ধ পরশ হও,
তুমি আমার জন্য পবিত্র হও।

১৭.

“ভালোবেসে এই মন,
তোকে শুধু চায় সারাক্ষণ।
আছিস তুই আমার মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।”

১৮.

“কি বাঁধনে বেঁধেছো তুমি…
প্রেম, প্রীতি আর আশায়..!
তারার মতো জ্বলছি তাই
মিষ্টি মধুর ভালোবাসায়…”

১৯.

আকাশের মেঘ তুমি, শ্রাবণের বৃষ্টি,
হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি,
শরতের ফুল তুমি, হৃদয়ের হাঁসি,
মন চায় তোমাকে আরো ভালোবাসি।

২০.

SMS হয়ে থাকব আমি
তোমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজব আমি
মিষ্টি মধুর সুরে,
কখনও ভেবো না আমি
তোমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি
তোমার নয়ন জুড়ে।

ভালোবাসার ছন্দ

তুমি আমার ছন্দের প্রেরণা,
তুমিই রাতের ভাবনা!
আসুক শত তুফান ভারী
মূল্যেও হারাবো না!
স্বপ্ন দেখি তোমায় ঘিরে,
রাখবো তোমার মান,
হৃদয়ে থেকো সাত জনম ধরে,
থাকতে আমার প্রান !
“তোমার মুখের হাঁসি টুকু
লাগে আমার ভালো,
তুমি আমার ভালবাসা,
বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে,
আমার আছ তুমি,
তুমি ছাড়া আমার জীবন
শুধু মরুভুমি।”

আরও দেখুন: পাত্রী নির্বাচনে করণীয়: কেমন মেয়ে বিয়ে করা উচিত

বেশি কিছু চাই না আমি
অল্প হলেই চলবে!
রোজ সকালে নিয়ম করে,
ভালোবাসি বলবে।
চেয়ে আছি দূর আকাশে
দেখি রাতের তারা
তুমি ছাড়া এই জীবনটা
শুধু দিশেহারা।
আমায় ডেকো ঘুমের ঘোরে নয়তো কৌতূহলে
আসব ছুটে যেথায় থাকি তোমার ডাক পেলে
একটুখানি মনে করো দুঃখের আভাস পেলে
পারবনা থাকতে দূরে তুমি একটু ব্যথা পেলে।
“হিজলফুলের মাদকতাময় তুমি
কাঠগোলাপের স্নিগ্ধতামাখা প্রেমী,
রাতের বেলায় হাসনাহেনার সুবাস
জুঁই-বেলির সৌরভমাখা আবাস।”

ভালোবাসার ছন্দ কষ্টের

“যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুয়ে দিতাম,
চোখে জমা বিষাদ টুকু, এক নিমিষেই ধুয়ে দিতাম,
মেঘলা বড়ন অঙ্গ জুড়ে, তুুমি আমায় জড়িয়ে নিতে.!
কষ্ট আর পারতো না, তোমাকে অকারণে কষ্ট দিতে।”
আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম,
বৃষ্টিতে ভিজে গেল..
আকাশে লিখলাম,
আকাশ মেঘে ঢেকে গেল..
কিন্তু যখনই হৃদয়ে লিখলাম,
ঠিক তখনই তুমি আমার ভুলে গেলে..
এক চোখ কখনো আরেক চোখকে দেখেনা 
তবুও এক চোখের কিছু হলে
আরেক চোখে অশ্রু না ঝড়িয়ে পারে না।
কেউ ভুলে যায় না,
প্রয়োজন শেষ তাই আর
যোগাযোগ রাখেনা
অবস্থান হোক না যতো দূর আত্মার
মিল হবে অদৃশ্যের মাঝেই
ভালবাসা বদলায় না
বদলে যায় মানুষগুলো
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময়গুলো
জীবনে কী পেলাম তা জানিনা
তবে আমাকে বোঝার মতো
কাউকে পেলাম না
যখন তোমাকে খুব মিস করি
তখন ঐ আকাশের দিকে
তাকিয়ে থাকি জানি সেখানে
তোমাকে দেখব না
কিন্ত এই ভেবে শান্তনা পাই যে
দুজনে এক আকাশের
নিচেই তো আছি
কাউকে যদি সত্যিই ভালোবাস
তাহলে হাজার ব্যস্ততার মাঝেও
তাকে একটু সময় দিও 
হয়তো তোমার একটু সময়ের জন্য,
সবসময় সে অপেক্ষায় বসে থাকে

সেরা প্রেমের কবিতা

যে জন সৃষ্টি করেছে তোমায়,
আমিও সৃষ্টি যে তাঁর।
তবু কেন তোমার সাথে এত ব্যবধান।
আমারো তো আছে হৃদয়,
সেই হৃদয়ে আছে ভালোবাসা।
আমারো তো থাকতে পারে,
তোমায় পাবার আশা।
ভালবাসা কী তা আমি বুঝি না,
আর বুঝতে চাইও না,
শুধু জানি আমার এই মনটা,
তোমাকে ছাড়া কিছুই ভাবে না।
ভালোবাসি তোমায়..
ভালোবাসার মন ফাগুনে,
তোমার জন্য সুর বুনেছি।
সুরের সাথে তাল সাজিয়ে,
ছোট্ট একটি গান লিখেছি।
গানের ভাষায়, মনের আশায়
তোমার একটা নাম রেখেছি।
নামের সাথে যতন করে,
তোমায় অনেক ভালোবেসেছি।
এক জীবনে এতো ভালোবাসা কোথায় পাবে তুমি,
তোমার জন্য আকাশ ছোঁয়া সুখ এনে দিতে পারি।
তুমি আমার ভালোবাসা, আমার প্রেমের ছবি,
খুব যতনে আদর করে তোমায় বুকের মাঝে রাখি।
চাঁদের মেয়ে আকাশ পানে দেখছ কি গো চেয়ে?
জমিনটা যে ধন্য অতি তুমায় বুকে পেয়ে।
তুমার চলন তুমার হাসি
খোলা তুমার ঐ কেশে,
সব আলোরাই হার মানে তাই
মেঘেরা বেড়ায় ভেসে।
হাসি যে তুমার আকাশ ছোয়া
খুশি ঝর্ণার ধারা,
কথায় ফোটে শিমুল পলাশ
কবিরা পাগল পাড়া।
মায়াবী ঐ চোখে প্রকৃতি লুকায়
লুকায় হাজারো সুখ
নিজেকেও আমি খুঁজে নাহি পাই
দেখে ঐ চাঁদমুখ।

Valobashar Kobita

তুমি সেই কবিতা! যা প্রতি দিন ভাবি….
লিখতে পারিনা! তুমি সেই ছবি! যা কল্পনা করি…. আঁকতে পারি না.!
তুমি সেই ভালোবাসা! যা প্রতিদিন চাই…. কিন্তু তা কখনো-ই পাই না!
আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো…
আমি সেই নৌকো হবো, যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো…
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো,
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো,
হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ,
তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালোবেসো আমায়!
“Dure Gele Tumi,
Hariye Jabo Ami
Valobashi Tomai,
Bojhona Keno Tumi.
Sotto Ai Jibone, Aktai Sudu Cawya.
Tomake Apon Kore Amr Sudu Cawya”

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

ভালোবাসা যেখানে গভীর,
নত হওয়া সেখানে গৌরবের

রবীন্দ্রনাথ ঠাকুর

“নারীর প্রেম যে পুরুষকে চায়

তাকে প্রত্যক্ষ চায় তাকে নিরন্তর

নানা আকারে বেষ্টন করবার

জন্যে সে ব্যাকুল মাঝখানে

ব্যবধানের শূন্যতাকে সে সইতে পারে না।”

রবীন্দ্রনাথ ঠাকুর

একজন নারী জীবন প্রেম পরিবর্তন করতে পারে,

আর একজন পুরুষকে উচ্চাকাঙ্ক্ষা

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, 

বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে

রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা সকলেই পৃথিবীতে কাহাকেও

না কাহাকেও ভালোবাসি 

কিন্তু ভালোবাসিলেও বন্ধু হইবার

শক্তি আমাদের সকলের নাই।

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ 

কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।

রবীন্দ্রনাথ ঠাকুর

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।

রবীন্দ্রনাথ ঠাকুর

আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।

রবীন্দ্রনাথ ঠাকুর

মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে, ‘আমি সব পারি’।

তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবৎ হইয়া ওঠে।

রবীন্দ্রনাথ ঠাকুর

যৌবনই ভোগের কাল, বার্ধক্য স্মৃতিচারণের।

রবীন্দ্রনাথ ঠাকুর

শেষ কথা 

ভালোবাসা এক পবিত্র অনুভূতি। একে পবিত্রতার সাথেই কাজে লাগানো উচিত। আজকের ব্লগে যে রোমান্টিক ভালোবাসার কবিতা বা ছন্দ তুলে ধরা হয়েছে তা পবিত্র কাজে ব্যবহার করুন। পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্কের থেকে পবিত্র আর কিছু হতে পারে না। হালাল ভাবে ভালোবাসুন। ইতি!

Share this article

Content Writer
Rampur Anwara High School
Mymensingh, Bangladesh
একজন শিক্ষার্থী হওয়ার পাশাপাশি কবিতা ও গল্প লিখতে ভালোবাসি। লেখালেখি নিয়ে পরিচিত হওয়ারও একটা তাগিদ কাজ করে আমার মাঝে। তারই তাড়নায় স্টাডিকরো ব্লগ সাইটে লেখালেখি শুরু করি। যতদিন সম্ভব স্টাডিকরো’র সাথে থাকবো।
Comments
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Related articles
গর্ভবতী হওয়ার লক্ষণ
গর্ভবতী হওয়ার লক্ষণ: যেভাবে বুঝবেন আপনি গর্ভবতী কিনা

মেয়েদের পূর্ণতা মা হওয়াতে। সন্তানের মা হওয়া মেয়েদের পরিপূর্ণ করে। মা হতে পারা পরম প্রাপ্তি। এই প্রাপ্তির সূচনা হয় গর্ভবতী হওয়ার মাধ্যমে। আজকের ব্লগে আপনারা গর্ভবতী হওয়ার লক্ষ্মণ সম্পর্কে জানতে পারবেন।

ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম
ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম: স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম মেয়েদের ও ছেলেদের

স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে “ফর্সা হওয়ার ক্রিম” বিষয়ক এই পোস্টে।

ওজন কমানোর উপায়
ওজন কমানোর সহজ ও কার্যকরী উপায়

আপনি কি আপনার অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত? ওজন কমানোর উপায় জানতে চান? তাহলে নিশ্চিন্ত থাকুন, এই পোস্টটি পড়ে আপনার ওজন কমানোর সহজ উপায় জানতে পারবেন। সুস্থ জীবন আমাদের সকলের কাম্য।

More from Israt Jahan
পর্যায় সারণি কাকে বলে
Israt Jahan Juti

পর্যায় সারণির আদ্যোপান্ত (Periodic Table)

রসায়নে পর্যায় সারণি খুব গুরুত্বপূর্ণ বিষয়। পর্যায় সারণির উপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়ে আছে। পর্যায় সারণি সম্পর্কে ধারণা ছাড়া কখনোই

References

এই পোস্টে উল্লিখিত সকল ছন্দ, কবিতা ইন্টারনেট থেকে সংগৃহীত। আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রত্যেকটি উৎস উল্লেখ করতে না পারায়।

Was this article helpful?
Share this post
ভালোবাসার ছন্দ কবিতা
প্রেম ভালোবাসার ছন্দ ও কবিতা: স্বামী-স্ত্রীর জন্য
https://www.studykoro.com/valobashar-chondo-kobita/

Email Newsletter

Subscribe to our newsletter with your email address to get new post updates in your mailbox.

Your privacy is important to us

অনুসন্ধান করুন

সঠিক কিওয়ার্ড লিখে খুঁজে নিন আপনার দরকারি পোস্টটি!

ক্যাটাগরি

Report this article

Let us know if you notice any incorrect information about this article or if it was copied from others. We will take action against this article ASAP.

We're happy to give you a good experience

Please share your good experience so that we can improve the quality of our content and make our website more useful for you.

Sorry, what's the problem?

Please share your bad experience so that we can improve the quality of our content.

Report this book

Let us know if you notice any incorrect information about this PDF book. Also, please let us know if the given PDF file is banned for sharing; we will remove it as soon as possible. 

User Profile Picture

YourName