বাংলা আর্টিকেল লিখে আয় করতে চান? তাহলে পড়ুন বাংলা কন্টেন্ট রাইটিং জব বিষয়ক এই লেখাটি। প্রিয় পাঠক, দিন দিন আর্টিকেল রাইটারের চাহিদা হুঁ হুঁ করে বাড়লেও কিন্তু সেই তুলনায় বিশ্বস্ত বাংলা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইটের সংখ্যা খুবই সীমিত।
StudyKoro.com দিচ্ছে আপনাকে বাংলা আর্টিকেল লিখে আয় করার সুযোগ। বিস্তারিত জানতে লেখাটি শেষ অবধি পড়তে থাকুন।
Table of Contents

কেন স্টাডিকরোতে কন্টেন্ট লিখবেন?
প্রশ্ন যখন ‘কেন স্টাডিকরোতে কন্টেন্ট লিখবেন’ তখন তো বলতেই হবে কেন লিখবেন StudyKoro-তে। কারণগুলো জেনে নিন:
✓ একটা ওয়েবসাইটে কন্টেন্ট প্রকাশ করতে অনেকগুলো ধাপ পার করতে হয়, যা অনেক কষ্ট ও সময়সাপেক্ষ ব্যাপার। আমরা কন্টেন্ট রাইটারদের কাছ থেকে শুধু কন্টেন্ট নিয়ে থাকি। আর বাকি সকল কাজ আমরা নিজেরা করি। কাজেই বলা যেতে পারে, কম পরিশ্রমে অধিক সম্মানী পেতে স্টাডিকরোতে লিখুন।
✓ স্টাডিকরো ওয়েবসাইটে প্রতিমাসে হাজার হাজার ভিজিটর ভিজিট করে থাকে। অধিক ভিজিটর মানে আপনার কন্টেন্ট অধিক মানুষ পড়তে পারবে। এতে করে আপনার নিজের একটা ব্রান্ডিং তৈরি হবার সম্ভাবনা রয়েছে।
অতএব, আজই আমাদের সাথে যুক্ত হয়ে যান।

কোন ধরনের আর্টিকেল লিখতে হবে
স্টাডিকরোতে বেশ কয়েকটি ক্যাটাগরির লেখা প্রকাশ করা হয়ে থাকে। যেমন: পড়াশোনা, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, পরীক্ষার প্রস্তুতি, বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আলোচনা, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ইসলাম, ক্যারিয়ার গঠন টিপস, বিজ্ঞান ও প্রযুক্তি, কম্পিউটার, লাইফস্টাইল এবং দক্ষতা উন্নয়ন এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করতে পারবেন।
ক্রমিক নং | বিষয় |
---|---|
১ | পড়াশোনা |
২ | ইঞ্জিনিয়ারিং |
৪ | পারিবারিক জীবন |
৫ | কম্পিউটার |
৬ | বিজ্ঞান ও প্রযুক্তি |
৭ | ক্যারিয়ার টিপস |
৮ | লাইফস্টাইল |

বাংলা আর্টিকেল লেখার যোগ্যতা
স্টাডিকরোতে আর্টিকেল বা ব্লগ পোস্ট লেখার জন্য আপনার বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক নয়। যে বিষয় নিয়ে লিখবেন সে বিষয়ে ধারণা থাকলে এবং সহজ সাবলীল ও নির্ভুল বাংলা বানানে লেখার যোগ্যতা থাকলেই আপনি StudyKoro-তে লিখতে পারবেন।

মানসম্মত কন্টেন্ট রাইটিং এর নিয়ম
একটি মানসম্মত আর্টিকেল বা ব্লগ পোস্ট লিখতে কতকগুলো বিষয়ে লক্ষ্য রাখা জরুরী। নিচে পয়েন্ট আকারে সেগুলো তুলে ধরা হয়েছে। স্টাডিকরোতে আর্টিকেল বা ব্লগ পোস্ট লেখার সময় এই বিষয়গুলো লক্ষ্য রেখে লেখার চেষ্টা করবেন।
- Title
- সঠিক ও আকর্ষণীয় শিরোনাম নির্ধারণ করতে হবে। কেননা আপনার শিরোনামটি নির্ধারণ করবে যে পাঠক (Readers) আপনার বাকি লেখাটুকু পড়বে কিনা।
- Intro
- লেখা শুরু করবেন সুন্দর ও সংক্ষিপ্ত একটা ইন্ট্রোর মাধ্যমে।
- Focus Keyword
- ফোকাস কীওয়ার্ডকে সামনে রেখে সম্পূর্ণ লেখায় এই একটি বিষয়েরই আলোচনা বিদ্যমান থাকবে।
- Research
- কোনো বিষয়ে লেখার আগে সে বিষয়ে গবেষণা করে নিন।
- Readers Friendly
- লেখা সহজ সাবলীল হবে। শুদ্ধ বানানে চলিত ভাষায় লিখতে হবে। ছোট ছোট প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ আকারে লিখুন।
- Subheading
- Main Keyword এর সাথে মিল রেখে সম্পূর্ণ লেখায় বেশ কয়েকটি সাবহেডিং (H2,H3,…) ব্যবহার করুন।
- Add Image
- বিষয়বস্তুর সাথে মিল রেখে ছবি বা ইনফোগ্রাফ ব্যবহার লেখার মানকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়।
- Informative
- লেখা হতে হবে তথ্যবহুল।
- Bad Practice
- লেখার দৈর্ঘ্য বাড়ানোর উদ্দেশ্যে অপ্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা উচিত নয়।
- Conclusion
- সুন্দর পরিসমাপ্তির মধ্য দিয়ে লেখা শেষ করতে হবে।
- Reference
- মূল লেখার শেষে প্রয়োজনীয় তথ্যসূত্র সংযোজন করবেন।
সর্বোপরি, আপনাকে পাঠকের কথা মাথায় রেখে লিখতে হবে। আপনার সময়ের যেমন মূল্য আছে, ঠিক পাঠকের সময়েরও মূল্য আছে। অতএব, উদ্দেশ্য থাকবে পাঠক যেন আপনার লেখা থেকে কিছু অর্জন করতে পারে।
যেহেতু আমরা নিজেরাই আপনার লেখাটি StudyKoro ব্লগে পাবলিশ করবো সেজন্য আপনাকে সাইটের এক্সেস আপাতত দেওয়া হবেনা। অতএব উপরের 7. Add Image পয়েন্টটি নিয়ে কাজ করা লাগবে না।

বাংলা আর্টিকেল লিখে কত টাকা আয় করতে পারবেন?
স্টাডিকরোতে বাংলা আর্টিকেল লিখে কত টাকা আয় করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। যতবেশি আর্টিকেল লিখবেন তত বেশি টাকা আয় করতে পারবেন।
লেখার গুণগতমান, আপনার দায়িত্ববোধ ও পাঠকপ্রিয়তা বিবেচনা করে সম্মানী নির্ধারণ করা হবে।
দৃষ্টি আকর্ষণ: আমরা মানহীন কন্টেন্ট দিয়ে স্টাডিকরোকে ভারি করতে চাই না। আমরা চাই স্টাডিকরোকে বাংলা ভাষাভাষী মানুষের নিকট একটা নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসাবে উপস্থাপন করতে। অতএব, মানসম্মত কন্টেন্ট লিখুন স্টাডিকরোতে।

কীভাবে কন্টেন্ট রাইটারদের পেমেন্ট করা হয়?
আমরা আমাদের কন্টেন্ট রাইটারদের Bkash এর মাধ্যমে পেমেন্ট করে থাকি।
Name | Logo |
---|---|
Bkash |
যেভাবে কাজ শুরু করতে পারবেন
প্রথমে আপনাকে পাঁচটি পোস্ট লিখতে হবে। এই প্রথম পাঁচটি পোস্টের সম্মানী একসাথে পাবেন। এরপর আপনার কাজের মান ও কাজের আগ্রহের উপর নির্ভর করবে আপনি স্থায়ীভাবে আমাদের সাথে কাজ করতে পারবেন কিনা।

সতর্কীকরণ: যে কাজ গুলো করলে লেখা এপ্রুভ হবে না
- কন্টেন্ট সম্পূর্ণ নিজের তৈরি হতে হবে। অন্যের কন্টেন্ট কপি করলে তা গ্রহণযোগ্য হবে না।
- শব্দ (Word) সংখ্যা বাড়ানোর জন্য গাঁজাখুরি বর্ণনা দিলে তা প্রকাশযোগ্য বলে বিবেচিত হবে না।
- ধর্মীয় বিদ্বেষ ও রাজনৈতিক বিষয়ে লেখা যাবে না।
- বানান ভুলের ছড়াছড়ি হলে লেখা গ্রহণযোগ্যতা হারাবে।
অতএব, উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে কন্টেন্ট লিখুন। অন্যথায় আপনার সময় ও শ্রম বৃথা যাবে।

স্টাডিকরোতে বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য যা প্রয়োজন
- ল্যাপটপ, ডেক্সটপ বা স্মার্টফোন এর যেকোনো একটা।
- ইন্টারনেট সংযোগ।
- একটি ওয়ার্ড এডিটর
- Microsoft Word অথবা
- Google Docs
- বাংলা টাইপিং দক্ষতা।
- আর আপনার কাজ করার মানসিকতা।

যেভাবে আপনার আর্টিকেল বা কন্টেন্ট সাবমিট করবেন
কয়েকভাবে আপনার লিখিত কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে পারবেন।
- এই লেখাটি পড়ার পর কন্টেন্ট রাইটিংয়ে আগ্রহী হলে, প্রথমে এই Google Form টি পূরণ করে আমাদের কাছে পাঠিয়ে দিন।
- এরপর আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জেনে নিবেন আপনার আবেদন গ্রহণ করা হয়েছে কিনা।
- আপনার আবেদন গ্রহণ করা হলে আপনাকে আর্টিকেল লেখার জন্য টপিক নির্ধারণ করে দেয়া হবে। বানান, লেখার ফরমেট ইত্যাদি ঠিকঠাক থাকলে Google Docs থেকে এই ইমেইলে editor access দিয়ে শেয়ার করবেন।
লেখা জমা দেয়ার ৭ দিনের ভেতর জানানো হবে যে আপনার লেখা গ্রহণযোগ্য হয়েছে কি-না বা কোথাও সংশোধন করতে হবে কি না।
যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে
- কাজ হাতে নেয়ার পর আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
- আপনাকে অবশ্যই ডেডলাইন মেনে কাজ করতে হবে।
- কন্টেন্ট লেখার ইন্সট্রাকশন আমরা বলে দিবো, আপনাকে সেই অনুযায়ী লিখতে হবে। কন্টেন্ট লেখায় পারদর্শী হলে অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা থাকলে নিজের মতো করে লিখতে পারবেন।
- শুদ্ধ বানান, সহজ সরল বাক্য গঠন এবং অপ্রয়োজনীয় বিষয়ে বর্ণনা না দেয়া ইত্যাদি লক্ষ্য রাখবেন।
উপরের লেখা পড়ে কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে বা নতুন কিছু জানার থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখুন। ধন্যবাদ।
সাধারণ জিজ্ঞাসা
অনেকেই আবেদন করেন কিন্তু আমরা তাদের আবেদন গ্রহণ করতে পারিনি; এর কিছু কারণ আছে। এছাড়াও কাজ করার শুরুতে আপনার মনে সাধারণ কিছু প্রশ্নের উদয় হতে পারে। এসকল প্রশ্নের জবাব নিচে দেওয়া হয়েছে।
আবেদন করার পর কোনো সাড়া না পাওয়ার কারণ কী?
এর বেশ কিছু কারণ থাকতে পারে। নিচে কিছু কারণ উল্লেখ করা হলো:
- বাংলিশে আবেদন ফর্ম লেখা।
- অসম্পূর্ণ তথ্য।
- আবেদন ফর্ম জমা দেওয়ার পর ফেসবুক পেজে যোগাযোগ না করা।
- আমরা বর্তমানে যে সম্মানী দিচ্ছি সেটার চেয়ে অধিক দাবি করা।
- আবেদন ফর্মে বানান ভুলের উপস্থিতি।
Keywords
বাংলা কন্টেন্ট রাইটিং জব, Bangla Article Writing Job, বাংলা আর্টিকেল রাইটার, Bangla Content Writing Job, কন্টেন্ট লিখে আয়, বাংলা আর্টিকেল লিখে আয়, বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট, বাংলা লেখালেখি করে আয় করার ওয়েবসাইট, আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশ, ঘরে বসে হাতে লিখে আয়।
nice. thank you for these information
Welcome
আমি কাজ করতে চাই
আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন
আসসালামু আলাইকুম আমি জব টা করতে চাই এবং আমি রচনা সম্পর্কে কন্টেন্ট রাইট করতে চাই
আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন
আমি কাজ করতে চাই
আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন
আমি কাজ করতে চাই
Alhamdulliah ami kaj krte chai jodi help petham alhamdulliah onek opokar hoto
আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন
ধন্যবাদ
আমি কাজ করতে চাই।
ফেসবুক পেজে মেসেজ দেন
আমি কাজ করতে চাই কিভাবে করবো আমাকে হেল্প করতে পারবেন