Search
Close this search box.
Search
Close this search box.

বিড়ালের নাম: সাথে বিড়ালের নাম নির্বাচনে করণীয়

Last updated on April 12th, 2024

নবীজির বিড়ালের নাম

মানুষ কখন থেকে বিড়াল পালন করে তার সঠিক তথ্য জানা না থাকলেও অনুমান করা হয় ৭৫০০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে বিড়ালকে গৃহপালিত প্রাণী হিসাবে পালন করা হয়। বিড়ালকে ভালোবেসে অনেকেই বিড়াল পালন করে। বিড়াল পালনের ফলে বিড়াল আমাদের পরিবারের একজন সদস্যে পরিণত হয়। বাড়ির সদস্যের তখন একটা সুন্দর নামের প্রয়োজন হয়। কারণ নাম ছাড়া তো পোষা বিড়ালকে ডাকা যাবে না। বিড়ালের নাম রাখতে গিয়ে অনেক সময় মনে অনেক নাম আসে, আবার অনেক সময় কিছু অনুসন্ধানের প্রয়োজন হয়। তাই আমাদের আজকের আর্টিকেলে আমরা বিড়ালের কিছু ডাকনাম নিয়ে আলোচনা করব। আরো থাকছে বিড়ালের ইসলামিক নামসহ নবীজির বিড়ালের নামও। তাই সম্পূর্ণ নিবন্ধটি পড়ুন। 

বিড়ালের নাম

বিড়ালের বিভিন্ন রকম নাম রাখা যেতে পারে। নাম রাখার পর সে নামে বিড়ালকে অভ্যস্ত করা জরুরি। যাতে সে নামে ডাকলে বিড়াল সাড়া দেয়। নিচে বিড়ালের কিছু সহজ নাম তুলে ধরা হলো:

  1. অলিভার
  2. নাবিক
  3. সাইমন
  4. বেল্লা
  5. লুসি
  6. কিটি
  7. লিলি
  8. চার্লি
  9. মিলো
  10. জ্যাক
  11. চোলে
  12. ক্লো
  13. ক্লিও
  14. ভিটামিনকা
  15. ভালকিরি
  16. ভায়লেট
  17. ভেনেসা
  18. ভারকা
  19. অ্যালিস
  20. অ্যাকোয়া
  21. অ্যাডা
  22. আইশা
  23. আনফিসা
  24. ইরা
  25. অ্যালিয়া
  26. আলমিরা
  27. আতিকা
  28. আর্টেমিস
  29. আলাস্কা
  30. ড্রায়ড
  31. ডলোরেস
  32. জেনিফার
  33. জেসিকা
  34. জেসি
  35. গেমেরা
  36. গাইতানা
  37. গুলচায়া
  38. গ্রুনিয়া
  39. গামা
  40. হারমোনি
  41. দুশকা
  42. ডায়ানা
  43. জেনা
  44. আসকা
  45. আনাবেলা
  46. ভার্বিনা
  47. রুফাস
  48. ভায়োল
  49. ভিটামিনকা
  50. গামা
  51. লুসি
  52. লিলু
  53. হোয়াইট
  54. বিট্রিস
  55. লাকি
  56. প্রিন্সেস
  57. ওসিয়া
  58. ওফেলিয়া
  59. নভেলা
  60. নিয়্যাশকা
  61. প্রিন্সেস
  62. নিউশা
  63. পুস্যা
  64. পিঙ্কি
  65. প্রশা
  66. পামেলা
  67. পাফি
  68. কনস্টানটাইন
  69. চার্চিল
  70. ক্যাপ্টেন
  71. সিলভেস্টার
  72. আলাদিন
  73. অ্যালভিন
  74. ডায়ানা

আরও পড়ুন: বিড়াল পালনের নিয়ম: বিড়াল পালনের আদ্যোপান্ত

নবীজির বিড়ালের নাম

নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আদরের বিড়ালের নাম ছিল মুয়েজ্জা। চাইলে এই সুন্দর নামটি আপনার বিড়ালের জন্য রাখতে পারেন।

বিড়ালের ইসলামিক নাম

প্রাণীর নাম হবে সুন্দর মার্জিত। নামেই থাকবে ভালোবাসা। আর সে নাম যদি হয় ইসলামিক, তাহলে তো আর কথাই নেই। এপর্যায়ে বিড়ালের কিছু ইসলামিক নামের তালিকা দেওয়া হলো:

  1. আমির
  2. সিমবাহ
  3. ফারা
  4. মুসতাহা
  5. মুসকান
  6. জাহার 
  7. আলী 
  8. ইয়াসমিন 
  9. ইয়ামিন
  10. হানাহ
  11. লায়লা
  12. সানাহ
  13. জাবির
  14. সাবিদ
  15. খালিদ
  16. লাথিফ
  17. জয়া
  18. চারিও
  19. আলাদিন
  20. বোরিয়াস
  21. নোয়া
  22. এনবি
  23. মুফাসা
  24. জায়িদ
  25. জামিলা
  26. আজিজ
  27. আলিহা
  28. আমিনা
  29. করিম
  30. হাস্সানা
  31. সুফিয়া
  32. আহমদ
  33. নূরা
  34. আয়িশা
  35. হারুন 
  36. ওমর
  37. সাদিয়া
  38. হুসনা
  39. হাফসা
  40. নূর
  41. সিদরাতুল
  42. নেলী
  43. জেবিন
  44. জেরিন
  45. নাঈমা
  46. জায়নব
  47. রফিক
  48. হামজাহ
  49. হুসনা
  50. শেফালি
  51. তাহমিনা
  52. তাসকিন
  53. এমিন
  54. পারিসা
  55. হারিস
  56. মুসকান
  57. মোহনা
  58. জায়না
  59. জাহানারা 
  60. ফামিদ
  61. ফাইয়াজ
  62. পারভেজ
  63. ইয়াসমিন 
  64. সুলতানা 
  65. সালমা
  66. তাকরিম
  67. তৌকির
  68. তৌহিদ
  69. তাওহিদ
  70. তাহসিন
  71. ইভানা
  72. নুসরাত
  73. তায়্যিবা
  74. তাসকিয়া
  75. তানিয়া
  76. মরিয়ম
  77. সিমরান
  78. সোনিয়া

বাংলাদেশী বিড়ালের নাম

নিম্নে কিছু বাংলাদেশী বিড়ালের নামের তালিকা দেওয়া হলো:

  • ধ্রুব
  • লোনা
  • পাবলো
  • টুটুল
  • দিয়া
  • ডায়না
  • পায়েল
  • বেবি
  • ডালিয়া
  • সানাইয়া
  • নাহিদা
  • রোজি
  • পিংকি
  • নারিন
  • ওরিন
  • দিয়া
  • আইরিন
  • সুনেত্রা 
  • আলো
  • ছায়া
  • তপি
  • অহনা
  • মারিয়া 
  • অর্চনা
  • জেরি
  • লুসি
  • বাহারি 
  • সিমি
  • কেয়া
  • লিজা
  • রিটা
  • পান্না
  • মরিয়ম
  • মাহি
  • চাপা
  • আঁচল 
  • সামিয়া
  • লামিয়া
  • সাথী
  • শারমিন

পুরুষ বিড়ালের নাম

লিঙ্গভেদে বিড়ালের নামও ভিন্ন হওয়া উচিত। তাই পুরুষ বিড়াল আর নারী বিড়ালের নামেও তারতম্য থাকা প্রয়োজন। নিচে পুরুষ বিড়ালের নামের তালিকা তুলে ধরা হলে: 

  • অ্যাপলো
  • জেক
  • টম
  • রেনিক
  • টক্সিন 
  • বেটস
  • বাড্ডি
  • বিক্স
  • নিক্স 
  • কসমো
  • ডিউট
  • ফ্রাংক 
  • ফেরাইড
  • আসিফ
  • ক্যাসপার
  • চার্লস 
  • ক্লাইড
  • ইন্ডিগো
  • বেন্নি
  • বাস্টার
  • বাহাদুর
  • সেপাহি
  • ডিউক
  • জর্জ
  • বেবেজ
  • কোপার
  • হার্লে
  • হামজা
  • হেরি
  • রুপ
  • ক্যালভিন
  • ফিন
  • হেনরি
  • টাইগার
  • ব্রামাই
  • লাম
  • লুই
  • লাকি
  • জেকসন
  • কিটি
  • জয়
  • লুস
  • ডেনি
  • হীরা
  • হিরো
  • লাফিং
  • মিউনাইট
  • মার্লিং
  • রকি
  • সামি
  • নাফি
  • ইকবাল
  • রাফি
  • সানি
  • রানা
  • স্যাম
  • সিমন
  • অসকার
  • স্যাডো
  • অলিভ
  • অক্ষয়
  • অরিজিন 
  • অরিও
  • জিম 
  • জিগি
  • জার্নিস
  • লিয়ন
  • আদিব
  • আইমান
  • পরেশ
  • ক্লো
  • কেরি
  • নিহাদ
  • ফেরা
  • হেলি
  • জামি
  • জিয়ন
  • অমর
  • আলিদ
  • পরাগ
  • সাইমন

মেয়ে বিড়ালের নাম

নিচে মেয়ে বিড়ালের কিছু নামের তালিকা দেওয়া হলো:

  • মুনতাহা
  • জেনি
  • জেসিকা
  • জেরি
  • জুলিয়েট 
  • পামেলা
  • আইরিন
  • নোয়া
  • মাইলো
  • হারলে
  • মিনি
  • মুক্তো
  • সনি
  • সিম্বা
  • টমি
  • তৌহিদা
  • ভার্জিল
  • পপি
  • এলিনা
  • ডালিয়া
  • এস্তার 
  • এ্যাস
  • লাভেদার
  • পপি
  • হলি
  • ব্রুসি
  • ডিউট
  • বিয়ার
  • ভেনেসা
  • লার্সি
  • লাভেন্ডার
  • দিলানা
  • ডিনারা
  • এরিনা
  • হ্যাপি
  • অরিকা
  • গেরদা
  • নন্দা
  • সিরিলা
  • লাদা
  • সুনামি
  • জুনো
  • কপিলা
  • মুন
  • মাইশা
  • মহিমা
  • বারবারা
  • ক্রিস্টি
  • ভায়োলেটা
  • কারমেন
  • মিলি
  • কেটি
  • ক্লোরি
  • মতিয়া
  • পিশকা
  • টিফানি
  • মিলাডি
  • ডলি
  • পলি
  • এসোল
  • জুনো
  • ডালিয়া

সাদা বিড়ালের নাম

আপনি যদি চান বিড়ালের নাম আপনার বিড়ালের রং নির্দেশ করুক, তাহলে এই ধাপটি আপনার জন্য। এপর্যায়ে আমরা সাদা বিড়ালের নাম নিয়ে আলোচনা করব। এখানে সাদা বিড়ালের নামের তালিকা উল্লেখ করা হলো:

  • স্নো হোয়াইট
  • কাঠবিড়ালি
  • ক্রিস্টালিনা
  • তুলতুলে
  • স্নোই
  • হোয়াইট
  • হোয়াইটি
  • আইসক্রিম
  • ফ্রস্টি
  • অ্যাঞ্জেলা
  • মিল্ক
  • লোনা
  • ক্রিম
  • সোগার
  • মল্লি
  • লিও
  • কটন
  • তুষার
  • বাবল
  • ওয়েফার
  • কিকি
  • মিল্কি
  • সল্ট
  • সাইমন
  • জিল
  • স্নোয়ি
  • ভ্যানিলা
  • আইস
  • ক্লোড
  • লিভারটি
  • সাদি
  • লিও
  • পোপি
  • স্টোম

উপরের তালিকায় উল্লেখিত নামগুলো সাদা বিড়ালকে নির্দেশ করে। সাদা বিড়ালের জন্য চাইলেই এইখান থেকে একটা নাম নির্বাচন করা যেতে পারে।

কালো বিড়ালের নাম

কিছু কিছু নাম কালো বিড়ালকে নির্দেশ করে, যে নামগুলো দ্বারা শুধু কালো বিড়ালকেই বুঝায়। কালো বিড়ালের কিছু সুন্দর সুন্দর নাম নিচের তালিকায় তুলে ধরা হলো:

  • লুলিতা
  • ব্ল্যাক
  • ব্ল্যাকি
  • লুন
  • লুনিয়া
  • কাজল
  • সুরমা
  • লুনোলিক
  • আদলিন্দা
  • হাইপারসেন
  • আসকা
  • গিংহাম
  • আগাদা
  • পনিয়া
  • সাবরিনা
  • নিটা
  • হুইটনি
  • অ্যাশ
  • মাভর
  • গ্রীনস
  • রেনেন
  • ডেনজেল

নাম নির্বাচনে কিছু টিপস

বিড়ালের নাম নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ কাজ। নাম একটি প্রাণীর পরিচয় বহন করে। একারণে যেকোনো প্রাণীর ক্ষেত্রে নাম রাখার গুরুত্বটাও বিশাল। নাম শুধু রাখলেই হবে না তার জন্য কিছু বিষয় অনুসরণ করতে হয়। নিচে বিড়ালের নাম নির্বাচন করার ক্ষেত্রে কিছু টিপস শেয়ার করা হলো:

  • সহজ নাম নির্বাচন করুন: আপনার বিড়ালের জন্য একটি সহজ এবং বোধগম্য নাম নির্বাচন করুন, যাতে তাকে আপনিসহ আপনার পরিবারের ছোট সদস্যরা সহজেই ডাকতে পারে। যেমন: গোলাপী, মিষ্ট রূটি, মাইলি, লানিটা, দেফনি, অ্যাম্বার, মার্কুইজ, মিলজা, সাবরিনা, রেইনা ইত্যাদি।
  • ছোট নাম নির্বাচন করুন: বিড়ালের নাম অনেক বড় না রেখে ছোট রাখার চেষ্টা করুন। ছোট নাম রাখার ফলে সহজেই আপনার পরিবারের বোধগম্য হবে। এবং ছোট নামে বিড়াল নিজেকে খুব সহজেই অভ্যস্ত করতে পারবে। যেমন: বাঘিরা, বাবর, ইংকি, নালা, শেবা, লিও, ফিন, টেডি ইত্যাদি। 
  • বিড়ালের সাড়া খেয়াল করুন: আপনি যে নামে বিড়ালকে ডাকতে চান এমন কিছু নাম দিয়ে কিছুদিন তাকে ডেকে তার সাড়া পাওয়ার চেষ্টা করুন। যে নামে বিড়ালের সাড়া পাবেন তেমন নাম রাখার চেষ্টা করুন।

শেষ কথা

প্রাণীর সবচেয়ে বড় পরিচয় নাম। বিড়ালের বেলাতেও তার ভিন্নতা নেই। বিড়ালের নাম রাখার পর কিছুদিন তাকে সে নামে ডাকলেই এই বুদ্ধিমান প্রাণী বুঝতে পারে তারও একটা পরিচয় আছে। একটা বিড়ালের গড় আয়ু প্রায় ১৪ থেকে ১৬ বছর পর্যন্ত হয়ে থাকে। আর যতদিন বিড়াল বেঁচে থাকবে তার নামই হবে তার পরিচয়। একারণে বিড়ালের এমন একটা নাম নির্বাচন করুন যেটা মন ছুঁয়ে যায়। উপরে বিভিন্ন বিভাগের মাধ্যমে ভাগ করে বিড়ালের কিছু ইউনিক এবং সুন্দর নাম দেওয়া হয়েছে। চাইলেই এইখান থেকে একটি সুন্দর নাম রাখতে পারেন আপনার গৃহপালিত বন্ধু বিড়ালের জন্য।

Share this article

Content Writer
Studies at Rampur Anwara High School
Lives in Mymensingh, Bangladesh
একজন শিক্ষার্থী হওয়ার পাশাপাশি কবিতা ও গল্প লিখতে ভালোবাসি। লেখালেখি নিয়ে পরিচিত হওয়ারও একটা তাগিদ কাজ করে আমার মাঝে। তারই তাড়নায় স্টাডিকরো ব্লগ সাইটে লেখালেখি শুরু করি। যতদিন সম্ভব স্টাডিকরো’র সাথে থাকবো।
Comments
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
Sumaiya
Sumaiya

Very helpful post

StudyKoro
Admin
StudyKoro
Reply to  Sumaiya

We’re happy to see your comment. Thank you.

Related articles

বিড়াল পালনের নিয়ম

বিড়াল: বিড়াল পালনের আদ্যোপান্ত

বিড়াল একটি অন্যতম গৃহপালিত প্রাণী। বিড়াল খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে এবং খুব সহজেই পোষ মেনে ফেলে বলে অধিকাংশ মানুষই শখের বসে বিড়াল পালন করে। বিড়াল অন্যসব গৃহপালিত

English blog

ক্যাটাগরি

অনুসন্ধান করুন

সঠিক কিওয়ার্ড লিখে খুঁজে নিন আপনার দরকারি পোস্টটি!

Share this page
নবীজির বিড়ালের নাম

বিড়ালের নাম: সাথে বিড়ালের নাম নির্বাচনে করণীয়

https://www.studykoro.com/cat-name-collections/

Report this book

Let us know if you notice any incorrect information about this PDF book. Also, please let us know if the given PDF file is banned for sharing; we will remove it as soon as possible. 

User Profile Picture

YourName