কি ও কী এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না? বানান লিখতে যেয়ে আমরা অনেকেই বুঝতে পারিনা কী না কি হবে। কোথায় ‘কী’ লিখবো আর কোথায় ‘কি’ লিখবো, চলুন জেনে নিই সহজ ভাষায়।
বানানের নিয়ম না মেনে লিখলে লেখা যেমন ভুল হবে, তেমনি অর্থও পাল্টে যাবে। ই ও ঈ বা ই–-ি ও ঈ–ী এর উচ্চারণ একই রকম হলেও ব্যবহার ও অর্থের দিক থেকে এদের মাঝে অনেক পার্থক্য রয়েছে।
বাংলা ভাষা গবেষণাকারী প্রতিষ্ঠান হলো বাংলা একাডেমি।
কি ও কী এর মধ্যে পার্থক্য সহজে বুঝুন

কি এর ব্যবহার
১. প্রশ্নসূচক অব্যয়: প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না হয়, তাহলে কি হবে।
যেমন- তুমি কি পড়ছো? উত্তর: হ্যাঁ/না।
ফুয়াদ কি আজ কাজে যাবে? উত্তর: হ্যাঁ।
২. বাক্যে সংশয়সূচক কিছু বোঝাতে “কি” ব্যবহার করা হয়। যেমন- ফাহাদ কি পরীক্ষায় পাশ করেছে নাকি করেনি?
৩. বাক্যে বিস্ময়বোধক ভাব প্রকাশের ক্ষেত্রে “কি” ব্যবহার করা হয়।
যেমন- বল কি! লোকটি মারা গেছে।
৪. বিকল্প বোঝাতে কি লেখা হয়।
যেমন: রফিক কি শফিক কোনো একজন কাজটি করবেই।
কী এর ব্যবহার
১. যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না না হয়ে বর্ণনামূলক হয়ে থাকে সে ক্ষেত্রে কী ব্যবহার করা হয়।
যেমন- তুমি কী বই পড়ছো? উত্তর: হ্যাল এলরড এর দ্য মিরাকল মর্নিং বইটি পড়ছি।
২. বাক্যে প্রশ্নোবোধক সর্বনাম হিসেবে “কী” ব্যবহৃত হয়।
যেমন- তোমার কী নাম?
৩. শব্দের প্রথমে বিষ্ময়বোধক অব্যয় “কী” বাক্যের প্রথমে বসে। যেমন- কী সুন্দর দৃশ্য!
আরও পোস্ট দেখুন
এক কথায় কি ও কী এর মধ্যে পার্থক্য
কি ও কী এর মধ্যে পার্থক্য কি?
যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয়, সেসব প্রশ্নে ‘কি’ ব্যবহৃত হবে; আর যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয় না, সেসব ক্ষেত্রে ‘কী’ ব্যবহৃত হবে।
ধন্যবাদ স্যার।
আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।