ABC License কীভাবে পাবেন। ABC লাইসেন্স এর সকল তথ্য (Updated)

ABC License কীভাবে পাবেন এবিসি লাইসেন্স

সূচিপত্র

ABC License বা বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স ও সুপারভাইজার লাইসেন্স সম্পর্কে কি বিস্তারিত জানতে চান? তাহলে আপনাকে স্বাগতম, আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের এই লেখা থেকে আপনি ABC License (ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্স) সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আমরা ধাপে ধাপে ABC License সম্পর্কে আলোচনা করবো। তাহলে শুরু যাক, ABC Electric License নিয়ে আজকের আলোচনা।

ABC লাইসেন্স কি?

বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর থেকে বৈদ্যুতিক কারিগরি, সুপারভাইজার এবং ঠিকাদারি লাইসেন্স প্রদান করা হয়। উক্ত লাইসেন্সকে ABC License (ক খ গ লাইসেন্স) বলে। …. বিস্তারিত

কাজের ধরণ অনুযায়ী উক্ত লাইসেন্সকে A, B, C এই ৩ ভাগে বিভক্ত করা হয়েছে। BC ক্যাটাগরীর লাইসেন্স ব্যতিরেকে কেউ শুধুমাত্র A ক্যাটাগরীর লাইসেন্স প্রাপ্ত হতে পারবে না। আবার কেউ শুধু C ক্যাটাগরীর লাইসেন্স প্রাপ্ত হতে পারে; কিন্তু শুধু B ক্যাটাগরীর লাইসেন্স প্রাপ্ত হতে পারবে না C ক্যাটাগরীর লাইসেন্স প্রাপ্ত না হয়ে।

অর্থাৎ C, BC ও ABC এই ভাবে লাইসেন্স দেওয়া হয়ে থাকে। তিন তলা বিশিষ্ট একটি বাসার কথা চিন্তা করুন। আপনি যদি উক্ত বাসার উপর তলা অর্থাৎ তৃতীয় তলায় উঠতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথম ও দ্বিতীয় তলা অতিক্রম করে যেতে হবে। আবার দ্বিতীয় তলায় যেতে চাইলে আপনাকে শুধুমাত্র প্রথম তলা অতিক্রম করতে হবে। কিন্তু শুধুমাত্র প্রথম তলায় যেতে চাইলে আপনাকে দ্বিতীয় ও তৃতীয় তলার দরকার নেই। আশাকরি বুঝতে পেরেছেন কেন এই ভাবে লাইসেন্স প্রদান করা হয়। নিচের টেবিলটি লক্ষ্য করুন।

বিভাগভোল্টেজ রেঞ্জকাজের ধরণ
A,B,C (ক,খ,গ) – উচ্চ৪৪০ থেকে উচ্চ ভোল্টেজ পর্যন্তইন্ডাস্ট্রিয়াল কাজ, ট্রান্সমিশন লাইন, সাব স্টেশন ইত্যাদি
B,C (খ,গ) – মধ্যম২২০ থেকে ৪৪০ ভোল্টেজ পর্যন্তহাউজ ওয়্যারিং, মোটর কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল কাজ ইত্যাদি
C (গ) – নিম্ন২২০ ভোল্টেজ পর্যন্তহাউজ ওয়্যারিং
ABC License এর ক্যাটাগরী

ABC License কোথায় পাওয়া যায়?

এবিসি লাইসেন্স বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর থেকে দেয়া হয়। বছরে মোট ৪ বার এর সার্কুলার হয়। ইলেকট্রিশিয়ান – ২ বার (মার্চ এবং অক্টোবর)। বৈদ্যুতিক সুপারভাইজার ও ঠিকাদারি – ২ বার (জুন এবং ডিসেম্বর)। … আরও জানুন

ABC License থাকার সুবিধা
হাই ভোল্টেজ লাইনে কাজে নিয়োজিত

ABC লাইসেন্স থাকার সুবিধা

A,B,C লাইসেন্স থাকার অনেক সুবিধা রয়েছে। এই লাইসেন্স আপনাকে দক্ষ ও অভিজ্ঞ চাকুরি প্রার্থীর পরিচয় দিবে। এবিসি লাইসেন্স থাকলে আপনি বৈধভাবে ইলেকট্রিক্যাল কাজের অনুমতি পাবেন। এছাড়াও অনেক প্রতিষ্ঠান ক, খ, গ ইলেকট্রিক্যাল লাইসেন্সধারীদের অগ্রাধিকার দিয়ে থাকে। এই লাইসেন্স না থাকলে আপনি বৈদ্যুতিক সুপারভাইজার এবং ঠিকাদারির কাজ করার পারমিট পাবেন না।

ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ইলেকট্রিক্যাল কাজের উপর অভিজ্ঞতা থাকলে ABC (ক, খ ও গ লাইসেন্স) License এর জন্য আবেদন করা যেতে পারে।

উল্লেখ্য, অনেক ফ্রেশার ব্যক্তিও এই লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন।

আরও দেখুন

    শিক্ষাগত যোগ্যতাকাজের ধরণঅভিজ্ঞতার বয়স
    বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স)ইলেকট্রিক্যাল ইন্সটলেশনের কাজ১ বছর
    ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স)৩ বছর
    ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (পাওয়ার, রেফ্রিজারেশন, অটোমোবাইল এবং কম্পিউটার)৫ বছর
    ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল এবং মেকানিক্যাল)৭ বছর
    বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল, মেরিন, নেভাল, আর্কিটেকচার এবং কম্পিউটার)৩ বছর
    বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল এবং কেমিক্যাল)৫ বছর
    লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা

    ABC লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও নিয়ম

    একই দিনে একই সাথে মৌখিক ও লিখিত পরীক্ষা নেওয়া হয়ে থাকে। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য নিম্নোক্ত টিপস অনুসরন করবেন।

    1. ABC License বোর্ড কর্তৃক যে ধরণের প্রশ্ন করা হয় সে সম্পর্কে পূর্ব ধারণা নিয়ে থাকবেন।
    2. YouTube থেকে এবিসি লাইসেন্স বোর্ডে যেসকল যন্ত্রপাতির ব্যবহার জিজ্ঞাসা করতে পারে সেই বিষয়ক ভিডিও দেখুন।
    3. নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার হোলে পৌঁছে যাবেন।
    4. আত্ম বিশ্বাসের সাথে প্রতিটা প্রশ্নের উত্তর দিবেন।
    5. কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে ভদ্রতার সাথে বলবেন উত্তরটি আপনার জানা নেই।

    নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিন

    • হাউজ ওয়্যারিং
    • ম্যাগনেটিক কন্টাক্ট সুইচ
    • সার্কিট ব্রেকার (MCB, MCCB, RCCB, ACB, VCB & SF6 ইত্যাদি)
    • রিলে
    • মোটর (DOL, Star-Delta, Reverse-Forward controlling Diagram Connection)
    • আর্থ টেস্টার
    • সাবস্টেশন (P.F.I, HT & LT প্যানেল)
    • জেনারেটর
    • ট্রান্সফরমার
    • ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম
    • বৈদ্যুতিক নিরাপত্তা ডিভাইস
    • বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত যন্ত্র (মাল্টিমিটার, মেজার মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার, ক্লিপ-অন মিটার ইত্যাদি)

    ইলেকট্রিশিয়ান লাইসেন্স ফি

    নিচে ABC License আবেদন ফি দেয়া হলো:

    এবিসি লাইসেন্স আবেদন ফি

    ক্যাটাগরীবৈদ্যুতিক কারিগরি পারমিটবৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্সবৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স
    C৯০ টাকা৬০০ টাকা১২০০ টাকা
    BC২৪০ টাকা১৮০০ টাকা৩৬০০ টাকা
    ABC৫৪০ টাকা৩৬০০ টাকা৮৪০০ টাকা
    ABC License Application Fee’s

    বি:দ্র: ABC License Board উপরোক্ত ফি যেকোনো সময় পরিবর্তন করতে পারে। তাই বর্তমান ফি জানতে এবিসি লাইসেন্স বোর্ডের ওয়েবসাইট ভিজিট করুন।

    এবিসি লাইসেন্স নবায়ন ফি

    ক্যাটাগরীবৈদ্যুতিক কারিগরি পারমিটবৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্সবৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স
    C৩০ টাকা৩০০ টাকা৬০০ টাকা
    BC৯০ টাকা৭২০ টাকা১৮০০ টাকা
    ABC১৮০ টাকা১৩২০ টাকা৪২০০ টাকা
    ABC License Renewal Application Fee’s

    বি:দ্র: ABC License Board কর্তৃপক্ষ উপরোক্ত এবিসি লাইসেন্স নবায়ন ফি যেকোনো সময় পরিবর্তন করতে পারে। তাই বর্তমান ফি জানতে এবিসি লাইসেন্স বোর্ডের ওয়েবসাইট ভিজিট করুন।

    ইলেকট্রিশিয়ান লাইসেন্স অনলাইন আবেদনের জন্য যা যা প্রয়োজন

    ১। ইলেকট্রিশিয়ান লাইসেন্সের পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতা:

    (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
    (খ) সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেডের উপর কমপক্ষে ছয় মাসের প্রশিক্ষণপ্রাপ্ত বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা।
    (গ) প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হইতে হইবে।

    ২। নিম্ন বর্ণিত তথ্যাবলী অনলাইন আবেদনের সাথে সংযুক্ত করতে হবে:

    (ক) প্রার্থীর সদ্যতলা পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষর।
    (খ) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
    (গ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা লাইসেন্স প্রাপ্ত কোন বৈদ্যুতিক ঠিকাদার কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতা সনদ।
    (ঘ) জাতীয় পরিচয়পত্র এবং
    (ঙ) ফি প্রদান সম্পর্কিত চালানের স্ক্যান কপি।

    ৩। পরীক্ষার ফিস বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে ১-৫৬৩১-০০০০-১৮৫৪ কোডে জমা করতে হবে।

    ৪। সেন্টার ফিসের টাকা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) অথবা ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে অনলাইনে প্রদান করতে হবে।

    ABC লাইসেন্স অনলাইন আবেদন পদ্ধতি

    বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। প্রথমে আপনাকে সোনালী ব্যাংকে আবেদনের জন্য চালান নম্বর দিয়ে টাকা জমা দিতে হবে। সম্পূর্ণ আবেদনপত্রের ব্যাংক ড্রাফট, প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি সরাসরি লাইসেন্স বোর্ডে জমা দিতে হবে।

    বিঃদ্রঃ প্রার্থী যে তারিখে আবেদন করবেন তার ২ (দুই) মাস পূর্বের কোন জমাকৃত চালান গ্রহণযোগ্য হবে না এবং জমাকৃত ট্রেজারী চালানের টাকা ও সেন্টার ফিসের টাকা ফেরৎ যোগ্য নয়।

    ABC License Online Application :

    • ” বাটনে ক্লিক করে সঠিক তথ্য দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
    • আপনার মোবাইলে চার ডিজিটের OTP কোড যাবে, সেটা নির্ধারিত স্থানে বসিয়ে Registration সম্পন্ন করুন।
    • Login” করুন।
      • User ID হিসাবে মোবাইল নম্বর বা ই-মেইল ব্যবহার করুন।
      • Password হিসাবে রেজিস্ট্রেশনে ব্যবহৃত পাসওয়ার্ড ব্যবহার করুন।
    • Application Menu তে ক্লিক করুন এবং Sub Menu থেকে আপনার কাঙ্ক্ষিত বিষয়ে ক্লিক করুন।
    • আবেদনের নিয়মাবলী পড়ুন এবং ✅ I Agree বাটনে টিক মার্ক দিন।
    • এবার যে ফরমটি পাবেন সেখানে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
    • Attachment এ আপনার ছবি ও স্বাক্ষর সংযুক্ত করুন। এবং Save & Next বাটনে ক্লিক করুন।
    • ফি প্রদান পদ্ধতি
      • বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে ট্রেজারী চালান এর মাধ্যমে নির্ধারিত লাইসেন্স ফি পরিশোধ করে চালান এর স্ক্যান কপি সংরক্ষণ করুন। License Fee এর ঘরে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, চালান নং, তারিখ ও চালানের স্ক্যান কপি সংযুক্ত করে “Save Payment Info” বাটনে ক্লিক করুন।
      • Center Fee পরিশোধ এর জন্য Make Payment বাটনে ক্লিক করুন এবং মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে সেন্টার ফি এর টাকা পরিশোধ করুন।
    • ফাইনাল সাবমিশন
      • পেমেন্ট কমপ্লিট হওয়ার পর ড্যাশবোর্ড এর Application List থেকে “Final Submit” বাটন এ ক্লিক করুন। Application এ কোনো ধরনের সংশোধন এর প্রয়োজন থাকলে “Final Submit” বাটনে ক্লিক করার পূর্বেই “EDIT” বাটন এ ক্লিক করে তথ্য সংশোধন করে Save করুন। উল্লেখ্য Final Submit করার পর আর কোন তথ্য সংশোধন করা যাবে না। সফল ভাবে Application সম্পন্ন হলে পপ আপে Your Application Successfully Submited দেখাবে। Dashboard এর List এ Application Status “Submitted” দেখাবে।

    পরীক্ষার তারিখ, সময় পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানো হবে এবং প্রত্যেক পরীক্ষার্থী e-service.ocei.gov.bd হতে প্রবেশপত্র ডাউনলোড করে প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, পূর্বের কারিগরি পারমিট (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ ও সংযুক্ত ট্রেজারী চালানের মূলকপিসহ পরীক্ষার সময় উপস্থিত থাকতে হবে।

    ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড
    ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড

    ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড

    এবিসি লাইসেন্স পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইউটিউবে ভিডিও দেখুন। সেইসাথে ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড বইটি পড়তে পারেন।

    কীভাবে ইলেকট্রিক লাইসেন্স পরীক্ষার রেজাল্ট দেখবেন

    এবিসি ইলেকট্রিক লাইসেন্স পরীক্ষার ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন –

    ABC License Board
    এবিসি লাইসেন্স বোর্ড

    এবিসি লাইসেন্স বোর্ডে যোগাযোগের নতুন ঠিকানা

    প্রধান বিদ্যুৎ পরিদর্শক : (০২) ৫৮৩১৫২১১

    StudyKoro এর আরো লেখা পড়তে Blog Page দেখুন।

    কোথাও কোনো ভুল তথ্য দেওয়া হলে অনুগ্রহ করে কমেন্টে বলুন। সংশোধিত আর্টিকেল প্রকাশ করা হবে। ধন্যবাদ।

    🏷️ Post Tags

    ABC License কি, ABC License Application BD, ABC License Application Form, ABC License Exam, ABC লাইসেন্স অনলাইন আবেদন, ABC লাইসেন্স করতে কি কি লাগে, ABC লাইসেন্স পরীক্ষার প্রশ্ন, এবিসি লাইসেন্স ফরম, এবিসি লাইসেন্স বোর্ড, ইলেকট্রিক ক খ গ লাইসেন্স, বৈদ্যুতিক ঠিকাদারি লাইসেন্স, ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড, ইলেকট্রিশিয়ান লাইসেন্স ফরম, ইলেকট্রিক্যাল abc লাইসেন্স প্রশিক্ষণ

    লেখাটি স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

    Share
    Tweet
    Share
    Pin
    Share
    Share
    Tweet
    Pin
    Share
    Subscribe
    Notify of
    guest
    82 Comments
    Inline Feedbacks
    View all comments
    Easin Sikder

    পরীক্ষার কেন্দ্র কোথায় এটা জানবো কি ভাবে??

    StudyKoro

    এই পোস্টের নিচের দিকে ঠিকানা দেওয়া আছে।

    আশরাফুল ইসলাম

    এই পেজের এডমিন ভাই আপনার নাম্বারটা কি একটু দেওয়া যাবে আপনার সাথে যোগাযোগ করার জন্য

    StudyKoro

    আপনি যা বলতে চান তা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে অথবা @StudyKoro.com">mail@StudyKoro.com এই ইমেইলে বলুন।

    মোহাম্মদরাসেল

    এবিসি লাইসেন্স থাকলে পল্লীবিদ্যুতের মিটার পুরাতন ঘর থেকে নতুন ঘরে নেওয়া যায় কিনা
    নাকি কোনো আইনগত সমস্যা আছে একটু বলে সহযোগিতা করুন প্লিজ।

    দুঃখিত, এই বিষয়টি আমাদের জানা নাই।

    Md Sohel Rana

    ফরম এ বর্তমান ঠিকানা ভুল করে স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে এবং ব্রাঞ্চ উত্তরার স্থানে ডিইপিজেড দেওয়া হয়েছে।
    কোন সমস্যা হবে কি??

    StudyKoro

    জি না।

    Ariful

    শুধু ২ বছরের অভিজ্ঞতা সনদ দিয়ে কি বিসি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবো

    StudyKoro

    আপনার শিক্ষাগত যোগ্যতা কী?

    Shamim Hossain

    আমি Bmet এর ৩মাসের কোর্স করেছি। আমি কি আবেদন করতে পারবো?

    StudyKoro

    ইলেকট্রিশিয়ান লাইসেন্সের পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতা:

    (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
    (খ) সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেডের উপর কমপক্ষে ছয় মাসের প্রশিক্ষণপ্রাপ্ত বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা।

    বিস্তারিত উপরোক্ত লেখায় উল্লেখ আছে।

    Sahidur rahman

    ট্রেনিং সার্টিফিকেট দিয়ে কি এ বি সি লাইসেন্স এর আবেদন করা যায়??

    StudyKoro

    সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ট্রেডের উপর কমপক্ষে ছয় মাসের প্রশিক্ষণপ্রাপ্ত বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

    Raju

    Amr electrician licences ar meyad ses hoysa 1 yer aga.akon ami renu korbo ki kora jodi kaw aktu boltan

    Farhad Ahmmed

    Assalamoalaycom…. Amar abc licence ar exam sms aseni….ami akhon ki korte pari….

    StudyKoro

    ওয়ালাইকুমুস সালাম

    Farhad Ahmmed

    Amar sms aseni.. ABC licence apply korsilam….ki problem hoise jodi akto janaiten….

    StudyKoro

    আপনার সাথে যারা আবেদন করেছিল তাদের কাছে জিজ্ঞেস করুন তারা কেউ এসএমএস পেয়েছে কিনা।

    আর হ্যাঁ, আপনার অভিজ্ঞতা সনদপত্র সহ আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও তথ্য দিয়েছিলেন?

    Sadman Jabir

    শুধু মাত্র কোর্স কমপ্লিট সার্টিফিকেট দিয়ে কি ABC লাইসেন্স এর জন্য পরীক্ষা দিতে পারবো?

    StudyKoro

    ট্রেইনিং কোর্স?

    মহসিন আলী

    ঠিকাদারি কেন্দ ফি কত

    StudyKoro

    দুঃখিত, সঠিক বলতে পারছি না। আবেদন করার সময় দেখতে পারবেন।

    এই নিবন্ধে কোনো তথ্যসূত্র সংযোজন করা হয়নি।
    লেখাটি কি আপনার উপকারে এসেছে?
    social media
    অন্যদের সাথে শেয়ার করুন
    Post
    Tweet
    Pin
    Email
    Happy
    আপনি উপকৃত হওয়ায় আমরা খুশি হয়েছি।

    নিবন্ধটি থেকে আপনি কেমন উপকৃত হয়েছেন তা আমাদের জানাতে ভুলবেন না যেন।

    Sad
    দুঃখিত কী সমস্যা?

    পরবর্তী নিবন্ধটি আরও ভালো করতে আপনার সমস্যাটি অনুগ্রহ করে আমাদের জানান।

    নিউজলেটার সাবস্ক্রাইব করুন

    স্টাডিকরো’র গুরুত্বপূর্ণ আপডেট পেতে ই-মেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

    আপনার প্রাইভেসি আমাদের কাছে গুরুত্বপূর্ণ

    Report about this product

    Let us know if you notice any incorrect information about this product. Also, please let us know if the given PDF file is banned for sharing; we will remove it as soon as possible. 

    User Profile Picture

    YourName