ভালো ছাত্র হওয়ার উপায়: ভালো শিক্ষার্থী হতে করণীয়

August 4

8 min read

ভালো ছাত্র হওয়ার সহজ উপায়

ভালো ছাত্র হওয়ার উপায় জানতে চাও? অনেক চেষ্টার পরেও ক্লাসে ভালো শিক্ষার্থী হতে পারছো না? আর নয় দুশ্চিন্তা, প্রিয় শিক্ষার্থী বন্ধু। আজ তোমাকে বলবো কীভাবে তুমি ক্লাসে সবার সেরা হতে পারবে। কি বিশ্বাস হচ্ছে না! সত্যিই বলছি আজকে তোমাকে বলা কৌশলগুলো প্রয়োগ করে তুমিই হতে পারবে সবার সেরা ছাত্র। তাহলে দেরি কিসের! চলো জেনে নিই সেই গোপন ও কার্যকরী কৌশলগুলো।

ভালো ছাত্র হওয়ার সহজ উপায়
ভালো ছাত্র হওয়ার সহজ উপায় [1]

শিক্ষাজীবন হচ্ছে নিজেকে গড়ার সব থেকে উৎকৃষ্ট সময়। কে না চায় ভালো শিক্ষার্থী হতে! আমরা সবাই ভালো শিক্ষার্থী হয়ে সামনে এগিয়ে যেতে চাই। কিন্তু আমরা নিজেদের প্রতি পুরোপুরি আত্মবিশ্বাসী হতে পারি না। এবং অনেক সময় দেখা যায় আমরা আমাদের পুরোনো বদ অভ‍্যাসগুলো কাটিয়ে উঠে পড়াশুনায় মনোযোগ দিতে পারিনা। যার জন‍্য বারবার অন‍্যদের থেকে পিছিয়ে পড়ি। ভালো ছাত্র হতে হলে নিজেকে একজন আদর্শ ছাত্র হিসেবে গড়ার শপথ নিতে হবে। 

আরও দেখুন: পড়াশোনায় মনোযোগ আনার উপায়

সারা দিন-রাত বইয়ের পড়া নিয়ে পড়ে থাকলেই কেউ ভালো শিক্ষার্থী হতে পারে না। একজন ভালো ছাত্রের অনেক গুণাবলি রয়েছে। সেই সকল গুণাবলি আত্মস্থ করার মাধ্যমেই তুমি হতে পারবে একজন ভালো ছাত্র।

আচ্ছা তুমি কি ইংরেজি STUDENT (ছাত্র) শব্দের পূর্ণ অর্থ জানো? না জানলে সমস্যা নেই। চলো আজ আমরা এর পূর্ণ অর্থ জেনে নিই।

  • S – Study (অধ‍্যয়ন)
  • T – Truthfulness (সত‍্যবাদিতা) / Talent (মেধা)
  • U – Unity (ঐক‍্য)
  • D – Discipline (শৃঙ্খলা)
  • E – Energy (শক্তি)
  • N – Neat and Clean (পরিষ্কার-পরিচ্ছন্নতা)
  • T – Treasure (মহামূল্যবান)

কি বুঝলে! শুধু পড়াশোনা করলেই কি সত্যিকার ছাত্র হওয়া যায় নাকি একজন ছাত্রের মধ্যে পড়াশোনা ছাড়াও আরো অনেক বিষয় থাকা চাই? হ্যাঁ তুমি ঠিক বলেছো। অতএব তোমাকেও অধ্যয়ন বা পড়াশোনা (S – Study) করার পাশাপাশি হতে হবে মেধাবী, মনের মধ্যে থাকবে একতাবোধ ও শৃঙ্খলা, থাকতে হবে শারীরিক ও মানসিক শক্তি সামর্থ্য, নিতে হবে শরীর মনের নিবিড় যত্ন। এছাড়াও সত্যবাদীতা হবে তোমার অনন্য গুণ। সর্বশেষ মনে রাখতে হবে তুমি দেশ ও জাতির মহামূল্যবান এক মানব সম্পদ। একজন আদর্শ ছাত্র বা মানুষ হয়েই পাল্টে দিতে পারো পৃথিবীকে।

একজন ভালো ছাত্রের কতিপয় বৈশিষ্ট্য

চলো দেখা যাক একজন ভালো শিক্ষার্থীর প্রধান বৈশিষ্ট্যগুলো কেমন হয়।

১. জানার আগ্রহ : একজন ভালো ছাত্র হতে গেলে জানার বিকল্প নেই। একজন ভালো ছাত্রের প্রতিটি বিষয়ে জানার আগ্রহ থাকতে হবে। প্রতিদিন নতুন নতুন তথ‍্য জেনে নিয়ে নিজেকে অন‍্যদের থেকে এগিয়ে রাখা একজন ভালো স্টুডেন্টের অনেক গুলো বৈশিষ্ট্যর মধ্যে অন‍্যতম। তাই একাডেমিক পড়ার বাইরেও প্রতিদিন এক্সট্রা কিছু শিখতে হবে তোমাকে।

২. ভালো ব‍্যবহার : তোমাকে অবশ্যই সবার সাথে ভালো ব‍্যবহার রাখতে হবে। কারণ ব‍্যবহারেই তোমার সাথে মানুষের সখ্যতা গড়ে উঠবে। তোমার কথা-বার্তায়, আচার-আচরণে যেন কখনো অহংকার বা দাম্ভিকতা প্রকাশ না পায় সে দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একজন ভালো স্টুডেন্ট শুধুমাত্র পড়ালেখাই ভালো নয়। সবার সাথে নিজের আচার-ব‍্যবহারও ভালো রাখতে চেষ্টা করে। সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করে। তাই তোমারও সবার সাথে সুন্দর ব‍্যবহার করে সবার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত।

৩. সৃজনশীলতা : একজন ভালো শিক্ষার্থী শুধু একাডেমিক পড়ালেখাতেই নিজেকে সীমাবদ্ধ রাখে না পাশাপাশি নতুন কিছু সৃষ্টি করারও চেষ্টা করে। সৃজনশীলতার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজের নতুন নতুন চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে সমাজ এবং দেশের উন্নতিতে অবদান রাখতে পারে।

৪. নিয়মানুবর্তিতা : ভালো ছাত্র হতে অবশ্যই নিয়ম মাফিক কাজ করতে হবে। আজকের কাজ আগামীকালের জন‍্য ফেলে না রেখে সময়মতো করতে হবে। প্রতিদিনের কাজের একটি লিস্ট তৈরি করে সে অনুযায়ী কাজগুলো করতে হবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে শ্রেণীকক্ষে উপস্থিত থাকতে হবে।

৫. লক্ষ্য নির্ধারণ : যেকোনো কাজের জন‍্যই প্রথমে একটি লক্ষ‍্য নির্ধারণ করতে হয়। প্রচলিত একটি প্রবাদ আছে যে “মানুষ তার স্বপ্নের সমান বড় হয়।” স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। প্রথমে তুমি জীবনে কি হতে চাও তা ঠিক করো। তারপর সে অনুযায়ী ধাপে ধাপে এগিয়ে যাও। আর বারবার তোমার এই স্বপ্নের কথা স্মরণ করো। তাহলেই তোমার সব কাজে সফলতা আসবে।

৬. অধ্যাবসায় : একজন ভালো শিক্ষার্থীর জন‍্য অধ‍্যবসায় এর গুরুত্ব অপরিসীম। মানুষের জীবনে চলার পথে বাধা বিপত্তি আসবেই। অধ‍্যবসায়ের মাধ্যমে সেসব অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। অধ‍্যবসায়ের গুণেই মানুষ অসাধ‍্যকে সাধন করতে পারে। তাই সবসময় নিজের প্রতি দৃঢ় মনোবল রেখে সামনে চলা উচিত।

৭. কঠোর পরিশ্রমী : কথায় আছে “পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি”। তাই তুমি যে কাজটাই করতে চাও না কেন সেই কাজে সফল হতে পরিশ্রম তোমাকে করতে হবেই। পরিশ্রম ছাড়া সফলতার কোনো শর্টকাট ওয়ে নাই। তাই একজন ভালো শিক্ষার্থী হতে গেলে তোমাকে সবার থেকে বেশী পরিশ্রম করে পড়ালেখায় নিজেকে এগিয়ে রাখতে হবে।

৮. সময় সচেতনতা : স্টুডেন্ট লাইফ হচ্ছে মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই ছাত্রজীবন থেকেই সময়ের কাজ সময়ে সম্পন্ন করার অভ‍্যাস গড়ে তুলতে হবে। ভালো ছাত্র হতে হলে সময় সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। আজকের কাজ কালকের জন‍্য ফেলে রাখা যাবে না। প্রয়োজনে নিজের সময়মতো কখন কোন কাজ করবে, কখন কোন বিষয়টি পড়বে তার একটি লিখিত রুটিন তৈরি করে সে অনুযায়ী কাজ করা যেতে পারে। তাছাড়াও অনলাইনে অনেক টাইম প্ল‍্যানার অ‍্যাপ রয়েছে সেখানেও নিজের পছন্দ অনুযায়ী টাইম সেট করে কাজ গুলোকে ভাগ ভাগ করে করতে পারো। সময়ের অপব‍্যবহার করে কখনোই ভালো শিক্ষার্থী হওয়া যায় না। তাই সময়কে সঠিকভাবে মূল‍্যায়ন করে এখন থেকেই সামনে আগানো উচিত।

৯. পরিকল্পনা অনুযায়ী পড়াশুনা : একজন ভালো শিক্ষার্থী হওয়ার জন‍্য তোমাকে অবশ‍্যই পরিকল্পনা করে পড়ালেখা করতে হবে। কখন কোন বিষয়টি পড়বে, কখন লিখবে, কখন রিভিশন দিবে এসবটাই একটা পরিকল্পনা করে তারপর শুরু করা উচিত। কোন বিষয় কতটুকু সময় পড়লে তোমার পারফেক্ট প্রিপারেশন হবে তার পরিকল্পনা করে পড়া শুরু করলে খুব সহজেই পড়াটা শেষ করতে পারবে।

১০. ধৈর্যশীলতা : একজন ভালো শিক্ষার্থীর জন‍্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যতই ভালো ছাত্র হও না কেন জীবনের কঠিন সময়গুলোতে ধৈর্য হারালে সামনে আগাতে পারবে না। ধৈর্য ধরে লেগে থাকলে সৃষ্টিকর্তা তার প্রতিদান অবশ্যই দিয়ে থাকেন। তাই হতাশাগ্রস্ত না হয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করে ধৈর্য ধরে নিজের কাজে মনোনিবেশ করতে হবে।

১১. আত্মবিশ্বাস : কোন কাজে সফল হতে নিজের প্রতি প্রবল ইচ্ছাশক্তি ও আস্থা থাকতে হবে। আত্মবিশ্বাস হচ্ছে ভালো শিক্ষার্থীদের একটি বড় গুণ। আত্মবিশ্বাস না থাকলে কোন কাজই সঠিকভাবে করা যায় না। ‘আমি পারবোই’ নিজের প্রতি এই বিশ্বাস রেখে যেকোনো কাজ শুরু করলে সফলতা আসবেই।

    একজন আদর্শ ছাত্রের গুণাবলী
    দুইজন শিক্ষার্থী মিলে শ্রেণীকক্ষ পরিস্কার করছে [2]

    একজন আদর্শ ছাত্রের আরো কিছু গুণাবলী

    উপরে বর্ণিত গুণাবলীর পাশাপাশি একজন আদর্শ ছাত্র হতে হলে নিম্নোক্ত বিষয়গুলিও চর্চা করতে হবে। চলো দেখি একজন আদর্শ ছাত্রের গুণাবলী কেমন হওয়া উচিত।

    1. পাঠ‍্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ
    2. সবকিছুতে ইতিবাচক মনোভাব পোষণ
    3. পড়ালেখায় গভীর মনোযোগ
    4. শিক্ষকের নির্দেশ অনুযায়ী চলা
    5. শিক্ষক অপছন্দ করেন এমন কাজ থেকে বিরত থাকা
    6. সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা
    7. পড়ালেখার ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করা
    8. ক্লাসে কোনকিছু না বুঝলে সাথে সাথে দাড়িয়ে শিক্ষককে প্রশ্ন করা
    9. নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা
    10. সবকিছু বুঝে পড়ার অভ‍্যাস করা
    11. শিক্ষক যা পড়াবেন সাথে সাথে নোট করে নেওয়া
    12. প্রতিদিন অনুশীলন করে ক্লাসে যাওয়া
    13. তোমার প্রতিষ্ঠানের যেকোনো অনুষ্ঠান নেতৃত্ব দেওয়ার চেষ্টা করা
    14. ক্লাস চলাকালীন কথা না বলে নিজে মনোযোগ দেওয়া এবং অন‍্যদের মনোযোগ দিতে সাহায্য করা
    15. সুন্দর ও দ্রুত লেখার অভ‍্যাস করা
    16. প্রবল ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল থাকা
    17. সবসময় আত্মনির্ভরশীল থাকার চেষ্টা করা

    ছাত্র জীবন ও পড়াশোনা নিয়ে কিছু উক্তি

    ছাত্রজীবন হলো সোনালী সময় যে সময়ে সোনার কোনো দরকারই পড়ে না।

    — আলকা টিওয়ারি

    সাফল্য হলো ছোট ছোট প্রচেষ্টার এক সামষ্টিক ফলাফল যার শুরুটা হয় ছাত্রজীবনেই।

    — রবার্ট কোলিয়ার

    শিক্ষার মূল তেতো হলেও এর ফল অনেক বেশি মিষ্টি।

    — এরিস্টটল

    ভালো ছাত্র হওয়ার উপায় PDF

    ভালো ছাত্র হওয়ার সহজ উপায় PDF ফাইলে পড়তে ডাউনলোড করে নাও নিচে দেয়া লিংক থেকে।

    বিষয়বিবরণ
    Titleভালো ছাত্র-ছাত্রী গঠন হওয়ার উপায়
    Authorজাবেদ মুহাম্মদ
    Publisherখেয়া প্রকাশনী
    Page142
    FormatPDF
    PriceFree
    Book Specification

    স্বীকারোক্তি: দুঃখিত। কপিরাইট ইস্যুর জন্য ডাউনলোড লিংক সরিয়ে ফেলা হয়েছে।

    শেষ কথা

    সর্বোপরি একজন ভালো ছাত্র হতে গেলে শুধুমাত্র পড়ালেখা করলেই হবে না। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা করতে হবে। পড়ালেখার বাইরেও সবকিছু নিয়ে ধারণা থাকতে হবে। সব ধরনের কার্যকলাপ বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে বিকশিত করতে হবে। তোমার জন্য রইলো শুভ কামনা। এগিয়ে যাও।

    Share this article

    Content Writer
    Mymensingh
    পড়াশোনার পাশাপাশি অবসরে লেখালেখি করতে ভালোবাসি। সেই থেকেই স্টাডিকরো’র সাথে পথ চলা।
    Comments
    guest
    13 Comments
    Inline Feedbacks
    View all comments
    তাওহীদ আশরাফী
    তাওহীদ আশরাফী

    মাশাল্লাহ, আমি মাওলানা ক্লাসে পড়ছি, আমি আপনার লিখা পড়ে খুবই উপকৃত হলাম, জাযাকাল্লাহ ভাই ?

    StudyKoro
    Admin
    StudyKoro

    আপনার শিক্ষাজীবন সুন্দর হোক এই কামনা করি। ওয়া’আনতুম ফাজাযাকুমুল্লাহু খায়রান।

    Arman Hossain Asif
    Arman Hossain Asif

    STUDY KORO আমার দেখা সেরা একটি শিক্ষামূলক ওয়েব সাইট ??। আপনাদের কন্টেন্ট গুলো আমাদের অনুপ্রেরণা যোগায়।

    StudyKoro
    Admin
    StudyKoro

    আপনার মন্তব্য পড়ে আমাদেরও অনেক ভালো লাগলো।

    পাঠকের অনুপ্রেরণাই আমাদের পথচলার শক্তি যোগায়।

    প্রিয়জনদের সাথে StudyKoro নিয়ে আলোচনা করতে ভুলবেন না যেন!

    Jamila
    Jamila

    আপনাদের পোস্টটি আমাকে যথেষ্ট অনুপ্রেরনা দিয়েছে।

    StudyKoro
    Admin
    StudyKoro
    Reply to  Jamila

    এটাই আমাদের সার্থকতা, এটাই আমাদের প্রেরণা।

    সুন্দরভাবে পড়াশোনা করে নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করুন এই দোয়া করি।

    মোবারক উল্লাহ রায়হান
    মোবারক উল্লাহ রায়হান

    খুবই ভালো লেগেছে কন্টেন্টটি। এরকম আরো কন্টেন্ট চাই।

    StudyKoro
    Admin
    StudyKoro

    মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা আরও সুন্দর সুন্দর কনটেন্ট নিয়ে হাজির হবো ইনশা আল্লাহ।

    Zarif Hasan
    Zarif Hasan

    আপনাদের ওয়েবসাইট ও পোস্টগুলো আমার খুব ভালো লাগে।

    StudyKoro
    Admin
    StudyKoro
    Reply to  Zarif Hasan

    বাহ্! শুনে খুশি হলাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

    তানিয়া তাবাসসুম
    তানিয়া তাবাসসুম

    অনেক হেল্পফুল লেখা।

    StudyKoro
    Admin
    StudyKoro

    আপনাকেও ধন্যবাদ। অনুগ্রহ করে লেখাটি শেয়ার করুন।

    তানিয়া তাবাসসুম
    তানিয়া তাবাসসুম
    Reply to  StudyKoro

    ঠিক আছে। ?

    Related articles
    পর্যায় সারণি মনে রাখার কৌশল
    পর্যায় সারণি মনে রাখার কৌশল

    পর্যায় সারণি মনে রাখার কৌশল জানতে চান? এই নিবন্ধে আমি পর্যায় সারণি মনে রাখার সহজ উপায় আলোচনা করব। সেইসাথে পর্যায় সারণি মনে রাখার ছন্দ শেখাব—যা আপনাকে পর্যায় সারণি মনে রাখতে

    পর্যায় সারণি কাকে বলে
    পর্যায় সারণির আদ্যোপান্ত (Periodic Table)

    রসায়নে পর্যায় সারণি খুব গুরুত্বপূর্ণ বিষয়। পর্যায় সারণির উপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়ে আছে। পর্যায় সারণি সম্পর্কে ধারণা ছাড়া কখনোই একজন রসায়নবিদ হওয়া সম্ভব না। তাছাড়া নবম-দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের

    ভালো বিশ্ববিদ্যালয় নাকি ভালো সাবজেক্ট
    ভালো সাবজেক্ট না কি ভালো বিশ্ববিদ্যালয়: যেটা বেছে নেবেন

    বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ মুহূর্তে অনেক শিক্ষার্থী সিদ্ধান্তহীনতায় ভুগেন একারণে যে, ভালো বিশ্ববিদ্যালয় না কি ভালো সাবজেক্ট কোনটা বেছে নেবেন তা বুঝতে না পারায়। আশাকরি এই লেখাটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

    More from Zinia
    টেস্ট টিউব বেবি কাকে বলে - Test Tube Baby
    Zinia Mondal

    টেস্ট টিউব বেবি কি? টেস্ট টিউব বেবি কিভাবে হয়?

    টেস্ট টিউব বেবি কী, কেন এই পদ্ধতিতে বাচ্চা নেওয়া হয়, কীভাবে টেস্টটিউব বেবির জন্ম হয়, টেস্ট টিউব বেবি নিতে কত টাকা খরচ হয় এবং টেস্ট টিউব বেবি নেওয়া জায়েজ না কি নাজায়েজ জানতে পড়তে থাকুন শেষ অবধি।

    Was this article helpful?
    Share this post
    ভালো ছাত্র হওয়ার সহজ উপায়
    ভালো ছাত্র হওয়ার উপায়: ভালো শিক্ষার্থী হতে করণীয়
    https://www.studykoro.com/how-to-be-a-good-student/

    Email Newsletter

    Subscribe to our newsletter with your email address to get new post updates in your mailbox.

    Your privacy is important to us

    অনুসন্ধান করুন

    সঠিক কিওয়ার্ড লিখে খুঁজে নিন আপনার দরকারি পোস্টটি!

    ক্যাটাগরি

    Report this article

    Let us know if you notice any incorrect information about this article or if it was copied from others. We will take action against this article ASAP.

    We're happy to give you a good experience

    Please share your good experience so that we can improve the quality of our content and make our website more useful for you.

    Sorry, what's the problem?

    Please share your bad experience so that we can improve the quality of our content.

    Report this book

    Let us know if you notice any incorrect information about this PDF book. Also, please let us know if the given PDF file is banned for sharing; we will remove it as soon as possible. 

    User Profile Picture

    YourName