Search
Close this search box.
Search
Close this search box.

পর্যায় সারণি মনে রাখার কৌশল

Last updated on April 12th, 2024

পর্যায় সারণি মনে রাখার কৌশল

পর্যায় সারণি মনে রাখার কৌশল জানতে চান? এই নিবন্ধে আমি পর্যায় সারণি মনে রাখার সহজ উপায় আলোচনা করব। সেইসাথে পর্যায় সারণি মনে রাখার ছন্দ শেখাব—যা আপনাকে পর্যায় সারণি মনে রাখতে সাহায্য করবে।

প্রথমেই জেনে নিই কেন আপনি পর্যায় সারণি মুখস্থ করতে পারছেন না: 

পর্যায় সারণি মনে না থাকার কারণ 

নিচে সম্ভাব্য কিছু কারণ ও সমাধান উল্লেখ করছি যেগুলো আপনার পর্যায় সারণি মনে রাখার চেষ্টাকে সফল করবে:

  1. কার্যকরী কৌশল অবলম্বন না করা: এই নিবন্ধে উল্লিখিত কৌশলগুলো অনুসরণ করে খুব সহজেই পর্যায় সারণি মনে রাখাতে পারবেন।
  2. আত্মবিশ্বাসের অভাব: ভয়কে জয় করুন। 
  3. অপর্যাপ্ত ঘুম: অপর্যাপ্ত ঘুমের কারণে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। প্রতিদিন রাতে দ্রুত ঘুমাতে যাওয়া এবং ভোরেই ঘুম থেকে উঠার অভ্যাস গড়তে হবে। রাতে ৭-৯ ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে।
  4. খাদ্যাভ্যাসে সমস্যা: ধুমপান, চিনিযুক্ত খাবার এগুলো এড়িয়ে চলতে হবে। 
পর্যায় সারণি ছবি
পর্যায় সারণির ছবি

পর্যায় সারণির বৈশিষ্ট্য

এই পর্যায়ে পর্যায় সারণির বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। পর্যায় সারণি সম্পর্কে সম্যক ধারণা আপনাকে পর্যায় সারণির উপর ভয় কমাবে এবং শেখার আগ্রহ বৃদ্ধি করবে।

  • পর্যায় সারণিতে বাম থেকে ডান পর্যন্ত ৭টি পর্যায় বা আনুভূমিক সারি এবং উপর থেকে নিচে ১৮টি গ্রুপ বা খারা স্তম্ভ আছে।
  • প্রতিটি পর্যায় বাম দিকে গ্রুপ ১ থেকে শুরু করে ডানদিকে গ্রুপ ১৮ পর্যন্ত বিস্তৃত।
  • মূল পর্যায় সারণির নিচে আলাদাভাবে ল্যান্থানাইড (Lanthanide) ও অ্যাক্টিনাইড (Actinide) সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে ৬ এবং ৭ পর্যায়ের অংশ।

চলুন, এবার জেনে নেওয়া যাক পর্যায় সারণি মনে রাখার কৌশল সম্পর্কে…

পর্যায় সারণি মনে রাখার কৌশল 

সম্পূর্ণ পর্যায় সারণি মনে রাখা বেশ কঠিন একটা চ্যালেঞ্জ। এরপরও বিশেষ কিছু কৌশল অবলম্বনে পর্যায় সারণি আয়ত্তে আনা সম্ভব। নিচে এমনই কিছু পর্যায় সারণি মনে রাখার কৌশল উল্লেখ করা হলো:

১. গ্রুপিং: একই গোত্রের বা বৈশিষ্ট্যের মৌলগুলো একত্রে করে পড়ুন। 

২. ছন্দ পদ্ধতি: ছন্দে ছন্দে পর্যায় সারণি পড়ুন। যেমন- 

  • ম্যাগনেসিয়াম – Mg – মোগলাই 
  • ক্যালসিয়াম –  Ca – কাবাব
  • স্ট্রোনসিয়াম – Sr – সরিয়ে
  • বেরিয়াম – Ba – বাটিতে 
  • রেডিয়াম – Ra – রাখো

ছন্দ: মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। 

৩. ফ্লাশকার্ড: ছোটো ছোটো কাগজের কার্ডের একপাশে পর্যায় সারণির মৌলের প্রতীক লেখা এবং ওপর পাশে মৌলের নাম বা প্রাসঙ্গিক তথ্য লেখা। এই ফ্লাশকার্ডগুলো নিয়মিত দেখতে হবে।

৪. পর্যায় সারণি অ্যাপ বা গেম: অ্যাপ স্টোর থেকে পর্যায় সারণির অ্যাপ বা গেম নামিয়ে মোবাইলে বা কম্পিউটারে চর্চা করা। পর্যায় সারণি মনে রাখার ক্ষেত্রে এটাও বেশ কার্যকরী।

৫. নিয়মিত অনুশীলন: ধারাবাহিক অনুশীলন এবং পুনরাবৃত্তি পর্যায় সারণি মুখস্ত করার চাবিকাঠি।  আপনার স্মৃতিশক্তিকে শক্তিশালী করতে নিয়মিত নিজেকে পরীক্ষা করার চেষ্টা করুন।

৬. দলগত পাঠ: যারা পর্যায় সারণী মুখস্থ করার চেষ্টা করছেন তাদের সাথে যোগ দেন বা নিজেই একটা স্টাডি গ্রুপ গঠন করেন। অন্যকে শেখানো এবং আলোচনা করা আপনার জ্ঞানকে শক্তিশালী করবে।

৭. লিখুন: দেখে দেখে পড়ার পর, না দেখে পর্যায় সারণি লেখার চেষ্টা করেন। এতে আপনার স্মৃতিশক্তি শক্তিশালী করবে এবং বুঝতে পারবেন কোথায় কোথায় আপনার উন্নতি করার সুযোগ আছে।

৮. বিরতি নেন: গবেষণায় দেখা গেছে যে, একনাগাড়ে না পড়ে বিরতি নিয়ে পড়লে দীর্ঘমেয়াদি স্মৃতি ধরে রাখতে সহায়তা করে।

মনে রাখবেন, সম্পূর্ণ পর্যায় সারণি মুখস্থ করা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই ধৈর্য ধরে চেষ্টা করেন এবং আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন কৌশলগুলি ব্যবহার করুন। আর হ্যাঁ, পর্যায় সারণি শুধু মুখস্থ করার চেষ্টাই করবেন না, বোঝার চেষ্টাও করবেন।

পর্যায় সারণি মনে রাখার ছন্দ

নিচে পর্যায় সারণি মনে রাখার ছন্দ দেওয়া হয়েছে; যা পর্যায় সারণি মনে রাখার প্রক্রিয়াকে সহজ করবে।

গ্রুপ ১

  • হাইড্রোজেন – H – হায়
  • লিথিয়াম – Li – লি
  • সোডিয়াম – Na – না
  • পটাশিয়াম – K – কে
  • রুবিডিয়াম – Rb – রুবি
  • সিজওয়াম – Cs – ছেঁচে 
  • ফ্রানসিয়াম – Fr – ফেলেছে 

ছন্দ: হায় লিনাকে রূবি ছেঁচে ফেলেছে।

গ্রুপ ২

  • ম্যাগনেসিয়াম – Mg – মোগলাই 
  • ক্যালসিয়াম – Ca – কাবাব
  • স্ট্রোনসিয়াম – Sr- সরিয়ে
  • বেরিয়াম – Ba – বাটিতে 
  • রেডিয়াম – Ra – রাখো

ছন্দ: মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো।

গ্রুপ ১৩

  • বোরন – B – বো
  • অ্যালুমিনিয়াম – Al – য়াল
  • গ্যালিয়াম – Ga – গেলো
  • ইন্ডিয়াম – In – ইন্ডিয়া
  • থ্যালিয়াম – Ti – তেও যাই

ছন্দ: বোয়াল গেলো ইন্ডিয়াতেও যাও।

গ্রুপ ১৪

  • কার্বন – C – কাল
  • সিলিকন – Si – সিলেট
  • জার্মেনিয়াম – Ge – গেলে
  • টিন – Sn – স্বর্ণ
  • লেড – Pb – পাব

ছন্দ: কাল সিলেট গেলে স্বর্ণ পাব।

গ্রুপ ১৫

  • নাইট্রোজেন – N – নানা
  • ফসফরাস – P – পাটেকার
  • আর্সেনিক – As – আসলো
  • এন্টিমনি – Sb – সুবিধা 
  • বিসমাথ – Bi – বিলিয়ে

ছন্দ: নানা পাটেকার আসলো সব বিলিয়ে।

গ্রুপ ১৬

  • অক্সিজেন – O – ও
  • সালফার – S – এস এস
  • সেলেনিয়াম – Se – সি
  • টেলুরিয়াম – Te – তে
  • পোলনিয়াম – Po – পড়ে

ছন্দ: ও এসএসসি তে পড়ে।

গ্রুপ ১৭

  • ফ্লোরিন – F – ফকিরা
  • ক্লোরিন – Cl – কালু
  • ব্রোমিন – Br – বরিশাল থেকে
  • আয়োডিন – I – ইস্টিমারে
  • অ্যাস্টাটিন – At – আসতেছে

ছন্দ: ফকিরা কালু বরিশাল থেকে ইস্টিমারে আসতেছে।

গ্রুপ ১৮

  • হিলিয়াম – He –  হিলি
  • নিয়ন – Ne – নিয়ন্তা
  • আর্গন – Ar – আর
  • ক্রিপটন – Kr – কিশোর
  • জেনন – Xe – যাবে
  • রেডন – Rn – রংপুর

ছন্দ: হিলি নিয়ন্তা আর কিশোর যাবে রংপুর। 

পর্যায় ২

  • লিথিয়াম – Li – লি
  • বেরিলিয়াম – Be – বেন
  • বোরন – B – বেনী
  • কার্বন – C – চুড়ি
  • নাইট্রোজেন – N – নিপস্টিক
  • অক্সিজেন – O – ও
  • ফ্লোরিন – F – ফা
  • নিয়ন – Ne – ইন

ছন্দ: লিবেন? বেনী চুড়ি নিপস্টিক ও ফাইন।

পর্যায় ৩

  • সোডিয়াম – Na – না
  • ম্যাগনেসিয়াম – Mg – মাযে
  • অ্যালুমিনিয়াম – Al – এসে
  • সিলিকন – Si – সেজদায়
  • ফসফরাস – P- পড়ে
  • সালফার – S – সবাই
  • ক্লোরিন – Cl – কালেমা 
  • আর্গন – Ar – আওড়ায়

ছন্দ: নামাযে এসে সেজদায় পড়ে সবাই কালেমা আওড়ায়।

পর্যায় ৪ 

  • Sc – স্কুল
  • Ti – টি
  • V – ভাঙায়
  • Cr – চেয়ার
  • Mn -ম্যান
  • Fe – ফের
  • Co – কমিশন
  • Ni – নিয়ে
  • Cu – কাজে 
  • Zn – যাচ্ছে 

ছন্দ: স্কুল টি ভাঙায় চেয়ার ম্যান ফের কমিশন নিয়ে  কাজে যাচ্ছে।

পর্যায় ৫

  • Y – ইওর
  • Zr – জ্বর
  • Nb – নামবে
  • Mo – মন
  • Tc – টাকে
  • Ru – আরো
  • Rh – রেস্ট হতে দাও
  • Pd – পারলে
  • Ag – আরো
  • Cd – কাঁদো

ছন্দ: ইওর জ্বর নামবে মন টাকে আরো রেস্ট-হতে দাও পারলে আগে কাঁদো।

ল্যান্থানাইড সারি

  • Ce – ছেলের
  • Pr – প্রীতি
  • Nd – এন্ড
  • Pm – প্রেম
  • Sm – সমান
  • Eu – ইউরোপ
  • Gd – গুড
  • Tb – তবে
  • Dy – ডায়রিয়া
  • Ho – হয়
  • Er – এর
  • Tm – টমেটো
  • Yb – ইয়লো
  • Lu – ব্লু

ছন্দ: ছেলের প্রীতি এন্ড প্রেম সমান ইউরোপ গুড তবে ডায়রিয়া হয় এর টমেটো ইয়লো ব্লু।

অ্যাক্টিনাইড সারি

  • Th – থাকলে
  • Pa – পাশে
  • U – ইউ
  • Np – এনপি
  • Pu – পুঁথি
  • Am – আমার
  • Cm – কমেনা
  • Bk – বিকেলে
  • Cf – ক্যাফেতে
  • Es – এসে
  • Fm – এম
  • Md – মোডে
  • No – নুডুলস
  • Lr – লাড়ি

ছন্দ: থাকলে পাশে ইউএনপি পুঁথি আমার কমেনা বিকেলে ক্যাফেতে এসে এফ এম মোডে নুডলস লাড়ি।

উপসংহার 

আশাকরি এই লেখাটি পড়ে পর্যায় সারণি মনে রাখার কৌশল সম্পর্কে জানতে পেরে আপনি উপকৃত হয়েছেন। লেখাটি আপনার পর্যায় সারণি বুঝতে ও মনে রাখতে সাহায্য করবে। আবারও বলছি, পর্যায় সারণি মুখস্থ করা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই ধৈর্য ধরে চেষ্টা করেন এবং আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন কৌশলগুলি ব্যবহার করুন।

Share this article

Founder of StudyKoro
Studies at Manarat International University
Lives in Jhenaidah, Bangladesh
আমি একজন জ্ঞান পিপাসু মানুষ। জ্ঞান সাগরে ভেসে বেড়াতে বড্ড বেশি ভালোবাসি। আমার কৌতুহলী মন সবসময় কল্পনাকে বাস্তবে রূপ দিতে উৎসাহিত করে।
Comments
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

Related articles

সামান্তরিকের পরিসীমা নির্ণেয়র সূত্র

সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র

সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র জানতে স্টাডিকরোতে আসার জন্য ধন্যবাদ। একদম সহজ ভাষায় সামান্তরিকের পরিসীমা নির্ণেয়র সূত্র বোঝানো হয়েছে এই পোস্টে। চলুন জেনে নিই সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্রটি। সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের

সামান্তরিক কাকে বলে

সামান্তরিক কাকে বলে ও বৈশিষ্ট্য

সামান্তরিক কাকে বলে ও সামান্তরিকের বৈশিষ্ট্য জানতে এই লেখাটি পড়ুন। সামান্তরিক কাকে বলে ও বৈশিষ্ট্য খুব সহজ সরল ভাষায় বর্ণনা করা হয়েছে এই ব্লগ পোস্টে। প্রথমেই জেনে নিন, সামান্তরিক কাকে

শারীরিক শিক্ষা কাকে বলে

শারীরিক শিক্ষা কাকে বলে: লক্ষ্য, উদ্দেশ্য  ও প্রয়োজনীয়তা

যন্ত্রমুখী জীবনযাপনে মানুষ দিনে দিনে আধুনিক হয়েছে সত্য, তবে তার সাথে হয়ে উঠেছে অলস ও কর্মবিমুখী। এর ফলে নানা শারীরিক আর মানসিক সমস্যায় মানুষ জর্জরিত। এটিই এখন মানুষের জীবনের সবচেয়ে বড়ো সমস্যা।

English blog

১। কিছু তথ্য উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে।

২। পর্যায় সারণি মনে রাখার ছন্দ: ইন্টারনেট।

ক্যাটাগরি

অনুসন্ধান করুন

সঠিক কিওয়ার্ড লিখে খুঁজে নিন আপনার দরকারি পোস্টটি!

Share this page
পর্যায় সারণি মনে রাখার কৌশল

পর্যায় সারণি মনে রাখার কৌশল

https://www.studykoro.com/periodic-table-mone-rakhar-upay/

Report this book

Let us know if you notice any incorrect information about this PDF book. Also, please let us know if the given PDF file is banned for sharing; we will remove it as soon as possible. 

User Profile Picture

YourName