Search
Close this search box.
Search
Close this search box.

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

Last updated on April 12th, 2024

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

আপনার সদ্যোজাত ছেলের নাম কি রাখবেন এখনও ঠিক করতে পারেননি? ছেলের জন্য ইসলামিক নাম খুঁজছেন? আপনার জন্য আজ আমরা নিয়ে এসেছি ছেলেদের ইসলামিক নামের বিশাল তালিকা। এখানে প্রায় প্রতিটি অক্ষর দিয়ে মুসলিম ছেলেদের নাম ও ইসলামিক নাম ছেলেদের, অর্থসহ পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপনার পছন্দের নামটি বেছে নিন আপনার আদরের পুত্রের জন্য। সাথে জেনে নিন নামকরণ এর ক্ষেত্রে ইসলাম এর নির্দেশনা।

Table of Contents

নামকরণের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা

ইসলাম নামকরণের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে বলেছে। কারণ মানুষের আচারণের উপর এটি প্রভাব রাখে। হাশরের ময়দানে- যেখানে পূর্বাপর সকল মানুষ একত্রিত হবে এবং ব্যক্তিকে তার নাম ও তার বাবার নামসহ ডাকা হবে। রাসুল(স) বলেন,

 خْبَرَنِي عَبْدُ الحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، قَالَ: جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ المُسَيِّبِ، فَحَدّثَنِي: أَنّ جَدّهُ

 حَزْنًا قَدِمَ عَلَى النّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: اسْمِي حَزْنٌ، قَالَ: بَلْ أَنْتَ سَهْلٌ. قَالَ: مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمّانِيهِ أَبِي قَالَ ابْنُ المُسَيِّبِ: فَمَا زَالَتْ فِينَا الحُزُونَةُ بَعْدُ.

অনুবাদ- আবদুল হুমাইদ বিন শায়বা বলেন, আমি হযরত সাঈদ ইবনুল মুসায়্যিবের কাছে বসা ছিলাম। তিনি তখন বললেন, আমার দাদা ‘হাযান’ একবার নবীজীর দরবারে উপস্থিত হলেন। নবীজী তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কী? দাদা বললেন, আমার নাম হাযান। (হাযান অর্থ শক্তভূমি) নবীজী বললেন- না, তুমি হচ্ছ ‘সাহল’ (অর্থাৎ তোমার নাম হাযানের পরিবর্তে সাহল রাখো; সাহল অর্থ, নরম জমিন।) দাদা বললেন, আমার বাবা আমার যে নাম রেখেছেন আমি তা পরিবর্তন করব না। সাইদ ইবনুল মুসায়্যিব বলেন, এর ফল এই হল যে, এরপর থেকে আমাদের বংশের লোকদের মেযাজে রুঢ়তা ও কর্কশভাব রয়ে গেল। (সহীহ বুখারী, হাদীস ৬১৯৩)

নামের সাথে বংশের নাম যুক্ত করা

নামের সাথে বংশের নাম যুক্ত করা উত্তম। যেমন, মোহাম্মদ বিন সালমান। এখানে সালমান পিতার নাম এবং সন্তান এর নাম মুহাম্মদ।

জন্মের কতদিনে নামকরণ করা উত্তম?

জন্মের সাতদিনে আকিকা ও নামকরণ করা উত্তম। রাসুল বলেন: “একটি শিশুর জন্যে আকিকা দিতে হবে, সপ্তম দিনে তার জন্য কোরবানি দেওয়া হয়, মাথা কামানো হয় এবং একটি নাম দেওয়া হয়”।

যেসকল নামকরণ করা যাবে না

হাদিস শরিফে বলা হয়েছে,

  • হযরত সামুরা ইবনে জুনদুব রা. বলেন,  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের নাম ইয়াসার, রাবাহ, নাজীহ, আফলাহ রেখো না। কারণ তুমি জিজ্ঞেস করবে সে কি ঘরে আছে? অনুপস্থিত থাকলে উত্তর দেয়া হবে- না। (সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৫৮)
  • হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় হবে ঐ ব্যক্তির নাম, যে মালিকুল আমলাক (রাজাধিরাজ) নাম ধারণ করেছে। (সহীহ বুখারী, হাদীস নং ১৪০৩)
  • মুসলিম শরীফের বর্ণনায় আছে, কিয়ামতের দিন ঐ ব্যক্তি আল্লাহ তাআলার অনেক বেশি গোস্বার পাত্র হবে, যাকে মালিকুল আমলাক (বাদশাহদের বাদশাহ) নামে ডাকা হত। আল্লাহ ছাড়া প্রকৃত বাদশাহ আর কেউ নেই। (সহীহ মুসলিম, হাদীস ২১৪৩)

শাহজাহান, আলমগীর, জাহাঙ্গীর, শাহ আলম, আছ (অবাধ্য), উতলাহ (রুঢ়), শয়তান, শিহাব (উল্কাপি) ইত্যাদি নাম রাখা উচিত নয়।

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

অ দিয়ে ইসলামিক নাম ছেলেদের অর্থসহ

অহি = আল্লাহর বাণী প্রত্যাদেশ

অলি আবসার = বন্ধু উন্নত দৃষ্টি

অলি আহমাদ = প্রশংসাকারী বন্ধু

আলি হাসান = সুদর্শন

অলি আহাদ = একক বন্ধু

অলী = বন্ধু অভিভাবক

অলী উল্লাহ = আল্লাহর বন্ধু

দৃষ্টি আকর্ষণ: আমরা ইতোপূর্বে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ নিয়ে একটা পোস্ট প্রকাশ করেছি।

আ দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম অর্থসহ

আওয়াদ = ভাগ্যসিংহ

আওয়ায়েস = বিখ্যাত সাহাবীর নাম

আওলা = ঘনিষ্ঠতর

আওলিয়া = মহা পুরুষগণ

আওসাফ = গুণাবলি

আওসাফ = গুণাবলি

আকতাব = দিকপাল মেরু

আকতাব = নেতা

আকদাস = অতি পবিত্র

আকদাস = অত্যন্ত পবিত্র

 আকবর = মহান

আকবর আওসাফ = মহান গুনাবলী

আকবর আলী = বড় সুন্দর

আকবর ফিদা = মহান উৎসর্গ

আকবার = অতিদানশীল

আকবার = শ্রেষ্ঠ

আ’ওয়ান = শক্তিশালী-বিজয়ী

আ’শা = শ্রেষ্ঠতম

আইউব = একজন নবীর নাম

আইউব = বিখ্যাত একজন নবীর নাম

আইদ = কল্যাণ

আইনুদ্দীন = দ্বীনের আলো

আইনুল হাসান = সুন্দর ইঙ্গিত দাতা

আইমান = দক্ষিণ সৌভাগ্য মান

আউয়াল = প্রথম

আউয়াল = প্রথম

আউলিয়া = আল্লাহর বন্ধু

আওন = বাদ্যবাদক

আওফ = একজন সাহাবীর নাম

আওয়াদ = ভাগ্য

আকমল = ত্রুটিহীন

আকমার = অতি উজ্জল

আকমার = অতি উজ্জল

আকমার আকতাব = যোগ্যনেতা

আকমার আজমাল = অতি উজ্জ্বল অতি সুন্দর

আকমার আনজুম = অতি উজ্জ্বল তারকা

আকমার আবসার = অতি উজ্জ্বল দৃষ্টি

আকমার আমের = অতি দানশীল শাসক

আকমার আহমার = অতি উজ্জ্বল লাল

আকমাল = পরিপূর্ণ

আকরাম = অতি দানশীল

আকরাম আনওয়ার = অতি উজ্জ্বল গুনাবলী

আকিফ = উপাসক

আকিব = অনুগামী

আকিল উদ্দিন = দ্বীনের বিচক্ষণ ব্যক্তি

আকীদ = চুক্তি

আকীল = জ্ঞানী বিচক্ষণ

আকীল = নিপুণ বুদ্ধিমান

আকীল = বিচক্ষন জ্ঞানী

আখইয়ার = চরৎকার মানুষ

আখজার আবরেশাম = সবুজ বর্ণের সিল্ক

আখতাব = পটুবাগ্মী

আখতাব = বক্তৃতাদানে বিশারদ

আখতার = তারা

আখতার নেহাল = সবুজ চারগাছ

আখফাশ = মধ্য যুগের প্রখ্যাত বৈরাক করণিকা ভাষা আত্তিবকা

আতিক আশহাব = সম্মানিত বীর

আতিকআশহাব = সম্মানিত শক্তিশালী

আতিক আসেফ = সম্মানিত যোগ্য ব্যক্তি

আতিক আহনাফ = সম্মানিত খাঁটি ধার্মিক

আতিক আহমাদ = সম্মানিত অতি প্রশংসনীয়

আতিক আহরাম = সম্মানিত স্বাধীন

আতিক ইয়াসির = সম্মানিত ধনবান

আতিক ইশরাক = সম্মানিত প্রভাত

আতিক ওয়াদুদ = সম্মানিত বন্ধু

আতিক ওয়াদুদ = সম্মানিত বন্ধু

আতিক জাওয়াদ = সম্মানিত দানশীল

আতিক জামাল = সম্মানিত সৌন্দর্য্য

আতিক তাজওয়ার = সম্মানিত রাজা

আতিক ফয়সাল = সম্মানিত বিচারক

আতিকব খতিয়ার = সম্মানিত সৌভাগ্যবান

আতিক মনসুর = সম্মানিত বিজয়ী

আতিক মাসুদ = সম্মানিত সৌভাগ্যবান

আতিক মাহবুব = সম্মানিত প্রিয় বন্ধু

আতিক মুজাহিদ = সম্মানিত ধর্ম যোদ্ধা

আতিক মুরশেদ = সম্মানিত পথ প্রদর্শক

আতিক মুহিব = সম্মানিত প্রেমিক

আতিক মোসাদ্দিক = সম্মানিত প্রত্যায়নকারী

আতিক মোসাদ্দেক = সম্মানিত প্রত্যয়নকারী

আতিক শাকিল = সম্মানিত সুপুরুষ

ই দিয়ে মুসলিম ছেলেদের নাম

ইব্রাহিম (Ibrahim): দলিলের পিতা 

ইসমাইল (Ismail): আবার আল্লাহর উপহার গ্রহণ করা

ইদরিস (Idris): বেশি শিক্ষিত বা বিশেষভাবে শিক্ষিত

ইয়াসিন (Yasin): একটি কুরআনি সূরা

ইয়াকুব (Yakub): একটি প্রকারের ফুল

ইয়াহিয়া (Yahya): আল্লাহর প্রশংসা

ইয়ুসুফ (Yusuf): যিনি সত্যবাদী বা বিশ্বাসযোগ্য

ইয়ামিন (Yamin): হাত বা হস্ত বা হাতের দিকে

ইয়াকুত (Yakut): রত্ন বা মূল্যবান পাথর

ইয়াসির (Yasir): সুখী বা আনন্দিত

ইয়াবীন (Yabin): সাদা বা সফেদ

ইয়াসীর (Yasir): সুখী বা আনন্দিত

ইয়াহিয়া (Yahya): আল্লাহর উপহাস বা বিশ্বাস বা প্রশংসা

ইয়ামীন (Yamin): হাত বা হস্ত বা হাতের দিকে

ই দিয়ে মুসলিম ছেলেদের আরবি নাম

ইকতিদার = ক্ষমতা প্রভাব
ইকবাল = উন্নতি
ইকরিমাহ্ = একজন সাহাবীর নাম
ইজতিহাদ = প্রয়োজন
ইজলাল = সম্মান
ইততেয়াজ = প্রয়োজন
ইতমাম = পরিপূর্ণতা
ইত্তসাফ = প্রশংসা যোগ্যতা
ইত্তহাদ = মিলন বন্ধুত্ব

ইদ্রীস = শিক্ষায় ব্যস্ত ব্যক্তি
নকিয়াদ = বাধ্যতা
ইনকিসাফি = সূর্যগ্রহণ
ইনতিসার = বিজয়
ইনসাফ = সুবিচার
ইনাম = পুরস্কার
ইফতিখার = প্রমাণিত
ইফতিহার = গৌরবান্বিত বোধ করা
ইবতিদা = আবিষ্কার
ব্রাহীম = একজন নবীর নাম
মতিয়াজ = সুখ্যাতি

উ দিয়ে মুসলিম ছেলে শিশুর নাম

উমার (Umar): আদর্শবান, বিচারশীল, অভিজ্ঞ

উমরান (Umran): ব্যক্তিগত উন্নতি বা সমৃদ্ধি

উসামান (Usman): স্বপ্নদর্শী, সমৃদ্ধিশালী, প্রদর্শনশীল

উসাইদ (Usaid): সফলতা, বিজয়ী

উসামা (Usama): সফলতা, ভাগ্যশালী

উসাইফ (Usaif): মহিমা, গৌরব

উবাইদ (Ubaid): ছোট, গুরুত্বহীন

উবাইদুল্লাহ (Ubaidullah): আল্লাহর দাস

উবায়দ (Ubayd): ছোট, অনেক ভাল

উবাদাহ (Ubada): আল্লাহর দাস

উবাব (Ubab): ফুলকমল, ফুলের মতো

উবায় (Ubay): হৃদয়, বুদ্ধি, শিখা

উবাইদুর রহমান (Ubaidur Rahman): আল্লাহর দাস, দয়ালু অব্বা

উবেইদুর রাশিদ (Ubaidur Rashid): অন্যদ্রব্য, স্বর্গীয়

উবায়দুল্লাহ (Ubaydullah): আল্লাহর দাস

উবেদ (Ubed): সৃষ্টি, রচনা

ও দিয়ে ইসলামিক নাম ছেলেদের অর্থসহ

ওমার (Omar): আদর্শবান, ন্যায়বান, সত্যবাদী।

ওমরান (Omaran): প্রগতি, সমৃদ্ধি, এবং উন্নতির বাবে পরিচিত।

ওসামা (Usama): সফলতা, ভাগ্যশালী।

ওবায়্দ (Obaid): আদর্শবান, উচ্চ মর্যাদা, ন্যায়বান।

ওবাইদুল্লাহ (Obaidullah): আল্লাহর দাস বা আল্লাহর বানী।

ওবাইদুর রহমান (Obaidur Rahman): আল্লাহর দয়াবান বা আল্লাহর দয়াবান।

ওবায়্দুল্লাহ (Obaidullah): আল্লাহর দাস বা আল্লাহর বানী।

ওবাইদার (Obaidar): সাহসী বা শান্তিময়।

ওবাইদাহ (Obaidah): আল্লাহর দাস বা আল্লাহর বানী।

ওবাইদুর রাশিদ (Obaidur Rashid): সঠিক গাইড বা মার্গদর্শক আল্লাহর দাস।

ওবাইসার (Obaisar): শান্তিময় বা সুখী।

ওবাইসান (Obaisan): সহজ, সুখী বা প্রশংসিত

ক মুসলিম ছেলেদের নাম এর তালিকা

কাদীর (Qadir): সর্বশক্তিমান, পরিপূর্ণ, শক্তিশালী।

কামিল (Kamil): সম্পূর্ণ, সুপূর্ণ, পূর্ণতা প্রাপ্ত।

কাবিল (Kabil): যোগ্য, যোগ্য, মেধাবী।

কায়েস (Qais): আদর্শবান, প্রশংসিত, সুন্দর।

কায়েম (Qayyum): স্বয়ংসমর্থ, স্বয়ং প্রশাসিত, চিরজীবী।

কালিদ (Khalid): চিরকাল বা চিরবিদ্ধ, চিরবিদ্ধ, অমর।

কামরান (Kamran): কামরান, ভাগ্যবান, উচ্চ দর্জা বা স্তরের লোক।

কাশিফ (Kashif): পর্দাফাশ করার ক্ষমতা বা দর্শক, প্রকাশিত করা।

কাবান (Kaban): উচ্চ স্তরের, মার্গদর্শক, প্রশংসিত।

কাদের (Kader): পরিপূর্ণ, শক্তিশালী, সর্বশক্তিমান।

কায়েসার (Qaisar): বাদশা, অধিকারী, উচ্চ মর্যাদা ধারণকারী।

খ দিয়ে ইসলামিক নাম ছেলেদের

খাদেম (Khadem): পরিচর্যক, সেবক, উপদেশক।

খালিদ (Khalid): চিরকাল বা চিরবিদ্ধ, অমর।

খালিল (Khalil): বন্ধু, সখা, প্রিয়তম।

খানিফ (Khanif): সাদাচারী, প্রবৃত্তিবত্ত।

খারিদ (Kharid): ক্রয়কারী, ক্রয়কারী।

খাশিফ (Khashif): পর্দাফাশ করার ক্ষমতা বা দর্শক।

খায়ের (Khayer): সবচেয়ে উত্তম, সেরা, প্রধান।

খাজিম (Khajim): উচ্চ স্তরের, প্রশংসিত, মার্গদর্শক।

খালিদুর রহমান (Khalidur Rahman): আল্লাহর অমর করুণাময় বা অমর রহমতবান।

খারিস (Kharis): সক্রিয়, চিরকাল বা অবিচলিত।

খালিদুল্লাহ (Khalidullah): আল্লাহর অমর করুণাময়।

গ দিয়ে মুসলিম ছেলেদের নাম

গজনফর = সিংহ
গণী = ধনী
গফুর = ক্ষমাশীল
গফুর = মহাদয়ালূ
গাজি = সৈনিক
গানেম = গাজীবিজয়ী
গাফফার = অতি ক্ষমাশীল
গালিব =বিজয়ী গিয়াস = সাহায্য
গুলজার = বাগান
গোফরান = ক্ষমাশীল
গোলাম কাদের = কাদেরের দাস ইত্যাদি

ছ দিয়ে ছেলেদের ইসলামি নাম অর্থসহ

ছাওবান = দুটো কাপড়/সাহাবীর নাম
ছাওয়াবুল্লাহ = আল্লাহর প্রতিদান
ছাকীফ = দক্ষ/সপ্রতিভ/সাহাবীর নাম
ছাকীল = ভার
ছাকেব = তীক্ষ্নদৃষ্টি/অন্তদৃষ্টি
ছানাউল বারী = মহান প্রভুর প্রশংসা
ছানাউল্লাহ = আল্লাহর প্রশংসা
ছানি = দ্বিতীয়
ছামন = মূল্যবান
ছামনিুদ্দীন = মূল্যবান ধর্ম
ছামীন ইয়াসার = মূল্যবান সম্পদ
ছামের = ফলপ্রসু/ ফরপ্রদ
ছালাবা = একজন সাহবীর নাম
ছালিছ = মীমাংসাকারী/তৃতীয়
ছুমামা = এক ধরনের ঘাস

জ দিয়ে ছেলেদের নাম অর্থসহ

জওয়াদ = দানশীল/দাতা
জসীম = শক্তিশালী
জহুর = প্রকাশ
জাওয়াদ = দানশীল
জাকী = তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন
জাজাল = মহিমা
জাফর = প্রবাহ
জাফর = বড় নদী
জাফর = বিজয়
জাফির = সফল
জাবী = হরিণ
জাবেদ = উজ্জ্বল
জাব্বার = মহা শক্তিশালী
জামাল = সৌন্দর্য
জামাল = সৌন্দর্য
জামিল = সুন্দর
জারিফ = বুদ্ধিমান
জালাল = মহিমা
জাহিদ = সন্নাসী
জাহিন = বিচক্ষণ
জাহির = সুস্পষ্ট
জাহীদ = সন্ন্যাসী
জুনায়িদ = যুদ্ধা
জুহায়র = উজ্জ্বল

ত দিয়ে মুসলিম ছেলেদের নাম

তওকীর = সম্মানশ্রদ্ধা
তওফীক = সামর্থ্য
তওসীফ = প্রশংসা

তকী = ধার্মিক
তসলীম = অভিবাদন

তাউস = ময়ুর
তাজওয়ার = রাজা
তাজাম্মুল = মর্যাদা
তানভীর = আলোকিত
তানভীর = আলোকিত
তানযীম = সু বিন্যাসকারী
তাফাজ্জল = বদান্যতা
তামজীদ = প্রশংসা
তারিক = নক্ষত্রের নাম
তালাল = চমৎকার প্রশংসনীয়
তালিব = অনুসন্ধানকারী
তাসলীম = নক্ষত্রের নাম
তাসাওয়ার = চিন্তাধ্যান
তাহমীদ = সর্বক্ষণ আল্লাহর প্রশংশাকারী
তাহাম্মুল = ধৈর্য
তাহির = বিশুদ্ধ পবিত্র
তাহের = পবিত্র

দ দিয়ে ছেলেদের নাম অর্থসহ

দবীর = চিন্তাবিদ
দাইয়ান = বিচারক
দাইয়ান = বিচারক
দাঊদ = একজন নবীর নাম
দাওলা = সম্পদ
দায়েম = চিরস্থায়ী
দারায়াত = জ্ঞান বিদ্যা
দিলদার = পছন্দনীয় একজন
দিলির = সাহসী
দিলোয়ার = সাহসী
দীদার = সাক্ষাত
দীনার = স্বর্ণ মূদ্রা

ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

নাইম = আরাম
নাঈম = স্বাচ্ছন্দ্য
নাকিব = নেতা
নাকীব = নেতা
নাজিব = বুদ্ধিমান
নাদিম = সঙ্গী
নাফি = উপকারী
নাফিস = উত্তম
নাবহান = খ্যাতিমান
নাবীল = শ্রেষ্ঠ
নাবীহ = ভদ্র
নাযীম = ব্যবস্থাপক
নায়ীব = প্রতিনিধি
নাসির = সাহায্য
নাসির = সাহায্যকারী
নাসীম = বিশুদ্ধ বাতাস
নাসীহ = উপদেশ দাতা
নাসের = সাহায্যকারী
নিয়াজ = প্রার্থনা

নিয়ায = প্রার্থনা

 নিরাস = প্রদীপ
নিহান = সুন্দর
নিহাল = চারা গাছ
নিহাল = সফল
নুমান = আল্লাহর রহমত প্রাপ্ত
নূর = আলে

ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

 ফকিহ = জ্ঞানী
ফজল = অনুগ্রহ
ফয়সাল = মজবুত
ফাতিন = উৎসর্গ
ফাতিন = সুন্দর
ফায়জান = শাসক
ফায়সাল = বিচারক
ফায়েক = উত্তম
ফারহান = প্রফুল্ল
ফারুক = মিথ্যা থেকে সত্যকে আলাদাকারী
ফালাহ = সফল
ফালাহ্ = সাফল্য
ফাহাদ = সিংহ
ফাহিম = বুদ্ধিমান
ফুয়াদ = অন্দর

ব দিয়ে ছেলেদের নাম অর্থসহ

বখতিয়ার = সৌভাগ্যবান
বজলু = অনুগ্রহ
বদর = পূর্ণিমার চাঁদ
বরকত = বৃদ্ধি
বরকত = সৌভাগ্য
বশীর = সংবাদ বহনকারী
বাকির = পছন্দনীয়
বাকী = চিরস্থায়ী
বাকের = বিদ্বান
বাবুর = সিংহ
বাশার = সুখবর আনয়নকারী
বাসিম = সুখী
বাসিল = সাহসী
বাসীম = হাস্যোজ্জ্বল
বিলাল = একজন সাহাবীরা এর নাম
বোরহান = প্রমাণ

ম দিয়ে ছেলেদের নাম অর্থসহ

মাইমূন = সৌভাগ্যবান
মাকবুল = জনপ্রিয়
মাকহুল = সুরমাচোখ
মাকিল = বুদ্ধিমান
মাদীহ = প্রশংসাকারী
মাদের = প্রিয়
মানসূর = বিজয়ী
মামদুহ = প্রশংসিত
মামুন = সুরক্ষিত

 মারমার = মার্বেলপাথর

মারুফ = গ্রহণীয়
মাশুক = ভালবাসার পাত্র
মাসরুপ = আনন্দিত

মাসরুর = সুখী
মাসুদ = সৌভাগ্যবান
মাসুম = নিষপাপ
মাসুম = নিষ্পাপ
মাহতাব = চাঁদ
মাহদি = পথপ্রাপ্ত
মাহফুজ = নিরাপদ
মাহবুব = বন্ধুপ্রিয়
মাহাদ = মৃত্যু
মাহীর = দক্ষ
মাহের = দক্ষ
মিনহাজ = রাস্তা
মিফতা = চাবি
মিসবাহ্ = আলো
মুইন = সাহায্যকারী
মুকাত্তার = পরিশোধিত
মুকাররাম = সম্মানীত
মুকাসীর = ভদ্র
মুজতাবা = মনোনীত
মুজাক্কির = স্মরণ
মুজাফ্ফার = জয়দীপ্ত
মুজাফ্ফার = বিজেতা
মুজাম্মিল = জড়ানো
মুজাহিদ = ধর্মযোদ্ধা
মুজিদ = লেখক
জিব = কবুলকারী
মুতসাভী = সমান
মুতাম্মীল = প্রশংসিত
মুতারাজ্জী = আনন্দদায়ক
মুতারাসসীদ = লক্ষ্যকারী
মুতাহাম্মীদ = ধৈর্যশীল
মুত্তকী = সংযমশীল
মুনওয়ার = দীপ্তিমান
মুনতাজির = অপেক্ষমান
মুনীফ = বিখ্যাত
মুনে ম = দয়ালু
মুহতসিম = মহান ক্ষমতা বান
মুহীব = প্রেমিক
মেসবাহ = প্রদীপ
মোয়াজ্জেম = মর্যাদা সম্পন্ন
মোয়াম্মার = সম্মানিত
মোরশেদ = পথপ্রদর্শক
মোসলেহ = সংস্কারক
মোসাদ্দেক = প্রত্যয়নকারী
মোহসেন = উপকারী

য দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

যাকী = মেধাবি
যাররাফ = দ্রতগামী
যিয়াদ = খুবভালো

র দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা

রঈসুদ্দীন = দ্বীনের সাহায্য কারী
রওনাক = সৌন্দর্য
রজনী = রাত
রফি উদ্দীন = দ্বীনের সুগন্ধী ফুল
রফিক = বন্ধু
রফিকুল ইসলাম = ইসলামের মহত্ত্ব
রফিকুল হাসান = সুন্দেরের উচ্চ
রবীউল হাসান = ইসলামের বসন্ত কাল
রমীজ = প্রতীক
রশিদ = ধার্মিক
রশিদ আবরার = সঠিক পথে পরিচালিত ন্যায়বান
রশিদ আমের = সঠিক পথে পরিচালিত শাশক
রহমত = রহমত
রহস্যাবলী = রহস্যাবলী
রাইয়্যান = জান্নাতের দরজা বিশেষ
রাইয়্যান = সন্তুষ্ট
রাইস = ভদ্রব্যক্তি
রাইহান = জান্নাতী ফুল
রাকিম = লেখক
রাকীন = শ্রদ্ধাশীল
রাকীব = অশ্বারোহী
রাগীব = আকাঙ্খীত
রাগীব আখইয়ার = আকাঙ্ক্ষীত চমৎকার মানুষ
রাগীব আখতার = আকাঙ্ক্ষিত তারা
রাগীব আখলাক = আকাঙ্গ্ক্ষীত চারিত্রিক গুনাবলি
রাগীব আনজুম = আকাঙ্ক্ষিত তারা
রাগীব আনসার = আকাঙ্গ্ক্ষিত ব্ন্ধু

রাগীব নূর = আকাঙ্ক্ষিত আলো
রাগীব বরকত = আকাঙ্গ্ক্ষিত সৌভাগ্য
রাগীব মাহতাব = আকাঙ্ক্ষিত চাঁদ
রাগীব মুবাররাত = আকাঙ্ক্ষিত ধার্মিক
রাগীব মুহিব = আকাঙ্ক্ষিত প্রেমিক
রাগীব মোহসেন = আকাঙ্ক্ষিত উপকারী
রাগীব রওনক = আকাঙ্ক্ষিত সৌন্দর্য

রাগীব রহমত = আকাঙ্ক্ষিত দয়া
রাগীব শাকিল = আকাঙ্ক্ষিত সুপরুষ
রাগীব সাহরিয়ার = আকাঙ্ক্ষিত রাজা
রাগীব হাসিন = আকাঙ্গ্ক্ষিত সুন্দর
রায়হান = সুগন্ধীফুল
রায়হানুদ্দীন = দ্বীনের বিজয়ী
রাশহা = ফলেররস
রাশাদ = যথার্থতা
রাশিদ আনজুম = সঠিক পথে পরিচালিত তারা
রাশিদ আবিদ = সঠিক পথে পরিচালিত ইবাদতকারী

রাশিদ আরিফ = সঠিক পথে পরিচালিত জ্ঞানী
রাশিদ আসেফ = সঠিক পথে পরিচালিত যোগ্য ব্যক্তি
রাশিদ আহবাব = সঠিক পথে পরিচালিত বন্ধু
রাশিদ তকী = সঠিক পথে পরিচালিত ধার্মিক
রাশিদ তাজওয়ার = সঠিক পথে পরিচালিত রাজা
রাশিদ তালিব = সঠিক পথে পরিচালিত অনুসন্ধানকারি
রাশিদ মুজাহিদ = সঠিক পথে পরিচালিত ধর্মযোদ্ধা
রাশিদ মুতারাদ্দীদ = সঠিক পথে পরিচালিত চিন্তাশীল
রাশিদ মুতারাসসীদ = সঠিক পথে পরিচালিত লক্ষ্যক

রাশিদ মুতাহাম্মিল = সঠিক পথে পরিচালিত ধৈর্যশীল
রাশিদ মুবাররাত = সঠিক পথে পরিচালিত ধার্মিক
রাশিদ লুকমান = সঠিক পথে পরিচালিত জ্ঞানী ব্যক্তি
রাশিদ শাবাব = সঠিক পথে পরিচালিত জীবনের শ্রেষ্ঠ
রাশিদ শাহরিয়ার = সঠিক পথে পরিচালিত রাজা
রাশীক = নাজুক সুন্দর
রাশীদ = সরল শুভ
রাশীদ নাইব = সঠিক পথে পরিচালিত প্রতিনিধি

রুমেল = পালকের মত

ল দিয়ে ছেলেদের নাম অর্থসহ

লতিফ = মেহেরবান
লতীফ = পবিত্র
লাবিব = বুদ্ধিমান
লাবীব = বুদ্ধিমান
লাযীম = অপরিহার্য
লায়েস = সিংহ
লিবান = সফল
লিয়াকত = মেধা যোগ্যতা
লোকমান = জ্ঞানী

শ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা

শফিক = দয়ালু

শফিক = দয়ালূ
শাকিব = উজ্জ্বল দ্বীপ্ত
শাকিল = সুপুরুষ

শাকের = কৃতজ্ঞ
শাদমান = আনন্দিত
শাদমান = হাসিখুশী
শাদাত = সৌভাগ্য
শাদাব = সবুজ
শাফকাত = দয়া
শাবাব = জীবনের শ্রেষ্ঠ সময়

শিহাব = উজ্জ্বল তারকা

স দিয়ে মুসলিম ছেলেদের নাম

সফওয়াত = খাঁটি/মহান
সফিকুলহক = প্রকৃত গোলাম
সলীমুদ্দীন = দ্বীনের সাহায্য
সাইফুদ্দীন = দ্বীনের সূর্য্য
সাইফুল ইসলাম = ইসলামের প্রিয়
সাইফুল হক = প্রকৃত তরবারী
সাইফুল হাসান = সুন্দর কল্যাণ
সাইয়্যেদ = সরদার
সাকিব সালিম = দীপ্ত স্বাস্থ্যবান
সাকীফ = সুসভ্য
সাকীব = উজ্জল
সাকীব = উজ্জ্বল দীপ্ত
সাখাওয়াত হুসাইন = সুন্দর আলো বিচ্ছুরক
সাজেদর রহমান = দয়াময়ের সামনে মস্তক অবনমিতকারী
সাদিক = থসত্যবান
সালামাত = নিরাপদ শান্ত
সালাহ = সৎ
সালিক = সাধক
সালিম = নিখুঁত
সালিম শাদমান = স্বাস্থ্যবান আনন্দিত
সালেহ = চরিত্রবান
সিরাজ = প্রদীপ
সিরাজুল ইসলাম = ইসলামের বিশিষ্ট ব্যক্তি
সিরাজুল হক = প্রকৃত আলোক বর্তিকা
সুলতান আহমদ = প্রশংসিত সাহায্য কার

হ দিয়ে ইসলামিক নাম ছেলেদের

হাজিক = বুদ্ধিমান
হাদীদ = লোহা
হানিফ = ধার্মিক
হান্নান = অতিদয়ালু
হাফিজ = হিফাজতকারী
হাবিব = পছন্দনীয়
হাবীব = বন্ধু
হামদান = প্রশংসাকারী

উপংহার

আশাকরি, আজকের পোস্টটি পছন্দ হয়েছে। আপনি উপরে উল্লেখিত নাম গুলোর যেকোনো একটি নাম রাখতে পারবেন। আপনি মুসলিম হলে অবশ্যই নামকরণে ইসলামি নামকরণ করুন।

Share this article

Content Writer
Studies at Natore Government Boys High School
Lives in Natore, Rajshahi
আমি কখনও হারিনি। হয় জিতেছি, না হয় শিখেছি।
Comments
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

Related articles

English blog

ক্যাটাগরি

অনুসন্ধান করুন

সঠিক কিওয়ার্ড লিখে খুঁজে নিন আপনার দরকারি পোস্টটি!

Share this page
ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

https://www.studykoro.com/muslim-boy-names-bangla/

Report this book

Let us know if you notice any incorrect information about this PDF book. Also, please let us know if the given PDF file is banned for sharing; we will remove it as soon as possible. 

User Profile Picture

YourName