Search
Close this search box.
Search
Close this search box.

যেভাবে নষ্ট বা ফরম্যাট হার্ডডিস্ক থেকে ডাটা রিকভারি করবেন

Last updated on April 12th, 2024

Data Recovery Station | হার্ডডিস্ক থেকে ডাটা রিকভারি

আমাদের সকল প্রয়োজনীয় তথ্য, ব্যক্তিগত তথ্য, ট্যুরের ছবি, ভিডিও এবং অফিসের গুরুত্বপূর্ণ ফাইলস গুলো হার্ড ডিস্কেই সেইভ করে রাখি। যদি হার্ডডিস্ক থেকে সে ডাটা গুলো নষ্ট বা ফরম্যাট হয়ে যায়, অথবা ভুলবশত ডিলেট হয়ে যায় তাহলে আমাদেরকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। তবে চিন্তার কোনো কারণ নেই; নষ্ট হয়ে যাওয়া হার্ডডিস্ক থেকেও ডাটা রিকভারি করা যায়। 

বর্তমানে হার্ড ডিস্ক থেকে ডাটা হারিয়ে ফেলা কিংবা ডিস্ক ক্রাশ করা খুবই কমন একটা সমস্যা। আপনারা অনেকেই হয়তো এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আপনার ডাটা মিসিং হলে বা হার্ডডিস্ক ক্র্যাশ করলে করনীয় কী, বা আদৌ কি আপনার পক্ষে ডাটা ফিরিয়ে আনা সম্ভব কিনা—সে সম্পর্কেই আজকে এই আর্টিকেলে আমরা কার্যকরি কিছু টিপস শেয়ার করব। তাই হারিয়ে যাওয়া ডাটা নিরাপদ ভাবে পুনরুদ্ধার করার জন্য শেষ পর্যন্ত পড়ুন।

প্রযুক্তি বিষয়ক নানা আর্টিকেল পড়তে ঘুরে আসুন প্রযুক্তি পাতা থেকে।

হার্ড ডিস্ক থেকে ডাটা রিকভারি কি আদৌ সম্ভব?

হার্ডডিস্ক ক্রাশ, নষ্ট বা ফরম্যাট অথবা ভুলে কোনো গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে গেলে অনেকের মধ্যেই কনফিউশন থেকে যায় যে, হার্ডডিস্ক থেকে ডাটা রিকভার করা কি আসলেই সম্ভব কি না।

হ্যাঁ, ডিজিটাল স্টোরেজ ডিভাইস থেকে যেকোনো ডাটা হারিয়ে গেলে, রিকভার করা যায়। তবে কনফিউশন তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে, অনেকেই বিভিন্ন ফ্রি সফটওয়্যার দিয়ে ডাটা রিকভার করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বা কোনো অদক্ষ ব্যক্তির কাছে সার্ভিস চেয়ে আশানুরূপ ফল না পেয়ে মনে করছেন যে ডাটা রিকভার করা সম্ভব না।

কিন্তু এটা ভুল ধারণা। ডাটা রিকভার করা সম্ভব এবং খুব নিখুঁতভাবেই রিকভার করা সম্ভব। তবে সেটা নির্ভর করবে ডাটাটা কি কন্ডিশনে মিসিং হয়েছে, নরমালি ডিলিট নাকি হার্ডড্রাইভ নষ্ট নাকি অন্য কোনো সমস্যা এসব সঠিকভাবে এনালাইসিস করে একটা ভালো প্রতিষ্ঠানের দ্বারা পুনরুদ্ধারের করা সম্ভব।

হার্ডডিস্ক ডাটা রিকভারি কীভাবে কাজ করে?

ডাটা রিকভারি করার পদ্ধতি

হার্ডডিস্ক রিকভারির আগে জেনে নেই, ডাটা রিকভারি কীভাবে কাজ করে? 
সাধারণত, হার্ড ডিস্ক ড্রাইভ (HDD), সলিড স্টেট ড্রাইভ (SSD), পেন ড্রাইভ (Pendrive), এসডি কার্ড (SD Card), রেইড সার্ভার (Raid Server) বা যেকোনো ডিজিটাল স্টোরেজ থেকে কোনো গুরুত্বপূর্ণ ডাটা ডিলিট, নষ্ট বা হারিয়ে গেলে সেই ডাটাসমূহ উদ্ধার করার জন্য কোনো প্রিমিয়াম টুলস, সফটওয়্যার দিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করাকেই ডাটা রিকভারি বলে।

এখন, Hard Disk Recovery হচ্ছে এমন কিছু টেকনোলজি, সফটওয়্যার যা আপনার ডিস্ক থেকে হারিয়ে যাওয়া ডাটা ফিরিয়ে আনতে সাহায্য করে। তবে এই রিকভারি পদ্ধতি অনেক ভাবে কাজ করে থাকে, অনেক সময় কিছু প্রিমিয়াম টুলস বা সফটওয়্যার দিয়েও ডাটা রিকভারি করা যায়। আবার হার্ড ডিস্ক ফিজিক্যাল কোনো সমস্যা হলে তখন ড্রাইভ থেকে তথ্য পুনরুদ্ধারের জন্য ডাটা রিকভারি ল্যাবের প্রয়োজন হয়। 

ফিজিক্যাল ড্যামেজ হার্ডডিস্ক থেকে ডাটা রিকভারি কম্পিউটার সার্ভিস করার দোকানে বা বাসায় অথবা যেকোনো জায়গায় বসে সম্ভব না। কারণ এর জন্য স্পেশাল ইকোয়েপমেন্ট, ডেডিকেটেড ডাটা রিকভারি ল্যাব এবং Class 100 Clean Facility দরকার।

আর বাংলাদেশে একমাত্র ডেডিকেটেড ডাটা রিকভারি ল্যাব Data Recovery Station এ আছে।

দেখুন: NID Card সংশোধনের নিয়ম

ডাটা হারানোর পর কেন এক্সপার্টের কাছে যাবেন?

Data Recover খুব টেকনিক্যাল একটা বিষয়। আপনি নিজেই যদি ডাটা রিকভারি করতে যান, তাহলে প্রশ্ন থাকবে– টেকনিক্যাল বিষয় সম্পর্কে আপনার ধারণা আছে কি? যেকোনো জটিল কেইস থেকে ডাটা রিকভারি করার এক্সপেরিয়েন্স আপনার আছে কি?

যদি একদমই টেকনিক্যাল নলেজ না থাকে তাহলে আপনি ফ্রি বা প্রিমিয়াম কোনো টুলস দিয়েই ডাটা রিকভার করতে পারবেন না। উল্টো ভুল কমান্ডের কারণে আপনার ডাটা গুলো চিরতরে হারিয়ে যাবে।

তাই যেকোনো ডিভাইস থেকে ডাটা লস হলে, হোক সেটা হার্ডডিস্ক বা অন্য কোনো ডিজিটাল স্টোরেজ ডিভাইস, প্রথমে দ্রুত পাওয়ার কানেকশন বন্ধ করে নিবেন, অনভিজ্ঞ কারোর হাতে দিবেন না এবং খুঁজে বের করুন প্রফেশনাল ডাটা রিকভারি এক্সপার্টকে; যিনি টেকনিক্যাল বিষয়ে এক্সপার্ট এবং যথেষ্ট ভালো এক্সপেরিয়েন্স আছে, পাশাপাশি তার ডাটা রিকভারি করার মতো অ্যাডভান্সড সরঞ্জাম আছে। তাহলে নিখুঁতভাবে এনালাইসিস করে হারিয়ে যাওয়া ডাটা ঠিক পূর্বের মতোই পুনরুদ্ধার করতে পারবেন।

আগেই বলেছিলাম, ডাটা রিকভারি খুব সেনসিটিভ এবং টেকনিক্যাল কাজ। অনেকভাবে আপনার ডাটা হারিয়ে যেতে পারে। যেমন- হার্ডডিস্ক ক্রাশ, ডিলিট হয়ে যাওয়া, নষ্ট বা ফরম্যাটেড হয়ে যাওয়া এবং হার্ডডিস্ক ডিটেক্ট না করা, ফিজিক্যাল ড্যামেজ হওয়া ইত্যাদি। প্রত্যেকটা কারণের জন্য ভিন্ন ভিন্ন প্রেসেসে ডাটা রিকভারি করতে হয়, যেমন- ফিজিক্যাল ড্যামেজ থেকে ডাটা রিকভারির জন্য বিশেষায়িত ল্যাবের দরকার হয়।

Why is the Data Recovery Station best
Why is the Data Recovery Station best?

কেন Data Recovery Station সবার সেরা?

Data Recovery Station হলো বাংলাদেশের সেরা ওয়াল্ড-ক্লাস ডাটা রিকভারি সার্ভিস প্রদানকারী কোম্পানি। দীর্ঘ ১৬ বছর ধরে অর্থাৎ ২০০৬ সাল থেকে আন্তর্জাতিক মান বজায় রেখে এখন পর্যন্ত ৯,৫০০+ ডাটা রিকভারি সার্ভিস প্রদান করেছে।

বাংলাদেশে সবচেয়ে কঠিনতম ডাটা রিকভারি কেইসগুলো ডাটা রিকভারি স্টেশনই সমাধান করে থাকে। এর পেছনের বড় একটা কারণ হল: তাদের রয়েছে বিশ্ব সেরা অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশেষায়িত ডাটা রিকভারি ল্যাব। এজন্যই তারা এতো নিরাপত্তা ও নিশ্চয়তার সাথে গ্রাহক সেবা দিয়ে আসছে।

ডাটা রিকভারি স্টেশন কেন বাংলাদেশের সেরা সার্ভিস প্রোভাইডার তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিচে দেওয়া হলো:

  • বাংলাদেশে ডাটা রিকভারি স্টেশনই প্রথম প্রফেশনাল সার্ভিস দিচ্ছে
  • ১৬ বছরেরও বেশি সময় ধরে সেবা প্রদানের অভিজ্ঞতা রয়েছে
  • স্পেশাল ডাটা রিকভারি টিম রয়েছে
  • আছে ডেডিকেটেড ডাটা রিকভারি ল্যাব
  • ডাটা রিকভারি করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সরঞ্জাম
  • Class 100 ক্লিন ল্যাব ফ্যাসিলিটি
  • ৯,৫০০+ সফল কেইস
  • তাদের রয়েছে সবচেয়ে বেশি সাকসেস রেট
  • এবং ISO 9001:2015 Certified Company
হার্ডডিস্ক ডাটা রিকভারি
ডাটা রিকভারি সার্ভিস

Data Recovery Station এর সার্ভিস সমূহ

  • HDD বা Hard Disk Drive Recovery
  • SSD বা Solid State Drive Recovery
  • RAID Server Recovery
  • NAS Recovery
  • SD, CF Card Recovery
  • Red Camera, Drone, DSLR Camera Recovery
  • CCTV/DVR/NVR ছাড়াও যেকোনো ডিজিটাল স্টোরেজের ডাটা রিকভারি
  • এবং ইন্ডাস্ট্রিয়াল মেশিনের অপারেটিং সিস্টেম বা হার্ডডিস্কের সমস্যার সমাধান করে থাকে।

বাংলাদেশে ডাটা রিকভারি সার্ভিসের পথিকৃৎ Data Recovery Station এর সাথে থাকুন এবং যেকোনো ডিভাইস থেকে ডাটা রিকভারি নিশ্চিত করুন।

"They can recover any type of data from any digital storage. If you need to recover your data, they are ready to help you."
Data Recovery Station in Bangladesh

ডাটা রিকভারি স্টেশনে যোগাযোগের ঠিকানা

Head Office & Lab: House # 9 (Ground Floor), Road # 9, Rupnagar R/A(Shiyal Bari), Mirpur-2, Dhaka, Bangladesh

Phone:
+8801758-377114
+8801758-377110

Multiplan Branch: Shop # 1035, Level # 10 Multiplan Center, 69-71, New Elephant Road, Dhaka, Bangladesh

Phone:
+8801778-377114
+8801790-447719

সতর্কতা 

যেখানে সেখানে অনভিজ্ঞ কারোর হাতে আপনার হার্ডডিস্ক ডিভাইসটি দেওয়া থেকে বিরত থাকুন, না হলে সামান্য ভুলের কারণেও আপনার মূল্যবান ডাটা গুলো চিরতরে হারিয়ে যেতে পারে। 

সঠিক জায়গায় থেকে সঠিক সার্ভিস নিন। ডাটা রিকভারি সার্ভিস নেওয়ার আগে যাচাই-বাছাই করে নিবেন অত্যাধুনিক প্রযুক্তি সরঞ্জাম আছে কিনা এবং অভিজ্ঞতা আছে কিনা? 

তাহলে আপনার ডাটা গুলো ফিরে পাবার সম্ভবনা থাকবে শতভাগ।

Share this article

Expert Team
Lives in Bangladesh
এডিটোরিয়াল স্টাফ হলো স্টাডিকরো’র একটি কনটেন্ট রাইটিং এক্সপার্ট টিম। যারা কিনা এই শিক্ষণীয় প্লাটফর্মকে আরো বেশি তথ্য সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Comments
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

Related articles

ব্লকচেইন কিভাবে কাজ করে

ব্লকচেইন কি: ব্লকচেইন প্রযুক্তি ডিজিটাল বিশ্বের এক বিপ্লব

আজকের দ্রুত বিকশিত ডিজিটাল ল্যান্ডস্কেপে, ব্লকচেইন প্রযুক্তি একটি গেম-চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে। এর বিকেন্দ্রীকৃত এবং সুরক্ষিত প্রকৃতির সাথে, এটি শিল্পকে নতুন আকার দিচ্ছে এবং উদ্ভাবনী সমাধানের পথ প্রশস্ত করছে। এই

ইন্টারনেট অব থিংস IoT

দ্য ইন্টারনেট অফ থিংস (IoT)

ইন্টারনেট অফ থিংস (IoT) আমাদের চারপাশের বিশ্বের সাথে যোগাযোগ করার পদ্ধতিতে বিপ্লব ঘটাচ্ছে। এটি এমন একটি ধারণা যা সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্য আকর্ষণ অর্জন করেছে এবং এর প্রভাব বিভিন্ন শিল্প এবং

মোবাইল চুরি হলে খুঁজে পাওয়ার উপায়

মোবাইল চুরি হলে খুঁজে পাওয়ার উপায়

আপনার শখের মোবাইল ফোনটি কি চুরি বা হারিয়ে গেছে? দুঃখিত, আপনার মোবাইল হারিয়ে যাওয়ার জন্য। চিন্তা করবেন না, আজকের এই লেখাটি পড়ে জানতে পারবেন কীভাবে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব। তাহলে লেখাটি সম্পূর্ণ পড়তে থাকুন।

English blog

ক্যাটাগরি

অনুসন্ধান করুন

সঠিক কিওয়ার্ড লিখে খুঁজে নিন আপনার দরকারি পোস্টটি!

Share this page
Data Recovery Station | হার্ডডিস্ক থেকে ডাটা রিকভারি

যেভাবে নষ্ট বা ফরম্যাট হার্ডডিস্ক থেকে ডাটা রিকভারি করবেন

https://www.studykoro.com/data-recovery-station/

Report this book

Let us know if you notice any incorrect information about this PDF book. Also, please let us know if the given PDF file is banned for sharing; we will remove it as soon as possible. 

User Profile Picture

YourName