আপনি কি কোনোভাবেই মানুষের নাম মনে রাখতে পারছেন না? মাঝেমাঝে আমরা কারো নাম স্বরণ করতে পারি না; এটাই স্বাভাবিক। তখনই এটা অস্বাভাবিক হয় যখন এমনটা সবসময়ই হয়ে থাকে এবং এটা আমাদের নিত্যদিনকার অভ্যাসে পরিণত হয়।
যাই হোক, আপনি কি চান আপনার সাথে পরিচিত হওয়া প্রত্যেকটা মানুষের নাম মনে রাখতে? চমকে দিতে চান স্বল্প সময়ের পরিচয়ে পরিচিত হওয়া ব্যক্তিকে দ্বিতীয় দেখায় তার সুন্দর নামটি বলে?
প্রিয় পাঠক, নাম মনে রাখার কার্যকরী কৌশল জানতে এই লেখাটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
আজকের আলোচনায় আমরা শিখব– কীভাবে প্রতিনিয়ত আমাদের সাথে পরিচিত হওয়া বিচিত্র সব মানুষের নাম মনে রাখা যায়। ভিন্ন সংস্কৃতি, ভাষা, বর্ণ, ধর্ম, দেশ, কথা বলার ভঙ্গিমা, দৈহিক গড়ন ও চিন্তাচেতনার পার্থক্য এছাড়াও পূর্ব পরিচিত নয় এমন ব্যক্তির নাম এক পরিচয়ে কীভাবে ব্রেনে সংরক্ষণ করা যায়; এই বিষয়টি জানবো আজকের এই লেখাটি থেকে।
প্রথমেই জেনে নিই–
কেন মানুষের নাম মনে রাখা জরুরি?
প্রতিনিয়ত আমাদের আশেপাশে অসংখ্য ঘটনা ঘটে চলেছে। কিন্তু দিনশেষে হাতেগোনা কয়েকটি ঘটনা ছাড়া সবই আমরা ভুলে যাই। বলুন তো, কিছু ঘটনা আমরা কেন ভুলে যাই না। কিছু কিছু ঘটনা মনে রাখি কয়েকদিন আবার কিছু ঘটনা স্মৃতিতে জায়গা করে নেয় আমৃত্যু।
এর পেছনের রহস্য হলো–
১. মনে রাখা ঘটনাটি ছিলো সাধারণ থেকে অসাধারণ বা স্বাভাবিক থেকে অস্বাভাবিক; এক কথায়, কিছুটা ব্যতিক্রম।
২. ঘটনাটি আমাদের খুব বেশি আনন্দ অথবা বেদনা দিয়েছিলো।
৩. ব্রেনে সংকেত পাঠানো হয়েছিল যে এই ঘটনাটি বেশ গুরুত্বপূর্ণ।
সাধারণ কোনো বিষয় মনে রাখতে চাইলে অবশ্যই আমাদের মস্তিষ্কে এই সিগন্যাল পাঠাতে হয় যে, এই বিষয়টি আমার জন্য মনে রাখা আবশ্যক। কারণ, স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ বা জরুরি কোনো কিছু মানুষের মনে শক্তপোক্ত ভাবে গেঁথে যায়।
অতএব, নাম মনে রাখা কাজটিকে গুরুত্ব দিতে হবে।
যাই হোক, যখন আপনি কারো নাম মনে রাখেন তখন এটা তার কাছে এই মেসেজ দেয় যে, তিনি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
আমরা যখন কারো সাথে কথা বলি তখন অপর ব্যক্তিটি আমাদের নাম উচ্চারণ করলে আমাদের মনে একটা সুখানুভূতির শীতল হাওয়া ছোঁয়া দিয়ে যায়। তখন উক্ত ব্যক্তির প্রতি আমাদের ভালোলাগা, শ্রদ্ধা, বিশ্বাস, আন্তরিকতা এবং সর্বোপরি দুর্বলতা ও একই সাথে গুরুত্ব বেড়ে যায়।
এই বিষয়গুলো মানুষের প্রতি মানুষের সুস্থ সুন্দর সম্পর্কের জন্য অতি জরুরি।
এছাড়াও কারো নাম মনে রাখার অন্যতম উদ্দেশ্য হলো স্বার্থ। হ্যাঁ, আপনি সঠিক উচ্চারণ করেছেন। আপনি নিজেই একটু চিন্তা করে দেখুন– এপর্যন্ত আপনি যাদের নাম মনে রেখেছেন, কেন মনে রেখেছেন?
প্রথম পরিচয়ের পর কেউ বন্ধু, কেউ দূর সম্পর্কের ভাই, কেউবা অমুক কোম্পানির বড়ো কর্মকর্তা বা কর্মচারী; যিনি সম্পর্কে হলেন মামা বা অন্য কিছু, এমন করে আপনার পরিচিত তালিকায় সকলে যুক্ত হয়েছে।
আর এই সম্পর্কের পেছনে কোনো না কোনো স্বার্থ ঠিকই লুকিয়ে আছে। হতে পারে তা অর্থ, ক্ষমতা, নিরাপত্তা, ক্যারিয়ার বা মনের কথা ভাগাভাগি করার সাথী ইত্যাদি।
আরও দেখুন
- প্রেম ভালোবাসার ছন্দ ও কবিতা: স্বামী-স্ত্রীর জন্য
- গর্ভবতী হওয়ার লক্ষণ: যেভাবে বুঝবেন আপনি গর্ভবতী কিনা
- ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম: স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম মেয়েদের ও ছেলেদের
মানুষের নাম মনে রাখার উপায়
এবার জানবো কীভাবে মানুষের নাম মনে রাখা যায়। নিচে বর্ণিত প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ; তাই নাম মনে রাখতে সব ক’টি ট্রিক্স অনুসরণ করুন।
যার সাথে কথা বলছেন তার প্রতি মনোযোগ দিন
কারো নাম জানার পর তা মনে না থাকার অন্যতম কারণ, সে যখন তার নাম বলেছিলো তখন আপনি গুরুত্বের সাথে শুনেননি।
অতএব সংলাপ চলাকালীন তার প্রতি মনোযোগী হোন। তার মুখের দিকে তাকিয়ে কথা বলুন। তার চেহারায় ভিন্নতা আবিষ্কার করার চেষ্টা করুন। আপনার মানসপটে তার চেহারার মানচিত্র আঁকুন।
এতে তার ছবি আপনার মানসপটে গেঁথে যাবে। এছাড়াও এটা কথা বলার অন্যতম একটি আদব। সংলাপে অংশ নেয়া ব্যক্তির প্রতি আপনি মনোযোগী হলে সেও আপনাকে মনে রাখবে; বৃদ্ধি পাবে আপনাদের মধ্যকার সম্পর্ক।
ভালো করে নামটি শুনুন
পরিচয়ের শুরুতে নামটি শুনে নিন। অনেক সময় আশেপাশের শব্দের কারণে নাম স্পষ্টাকারে শোনা যায় না। শুনতে না পারলে ভদ্রতার সাথে পুনরায় নামটি জিজ্ঞেস করুন।
এবার মনে মনে নামটি উচ্চারণ করুন কয়েকবার।
সম্ভব হলে নোটে নামটা লিখে রাখুন
যদি সম্ভব হয় তাহলে সাথে সাথে নামটি লিখে ফেলুন। সাথে সাথে সম্ভব না হলে পরে যখনই সময় পাবেন তখনই পরিচিত হওয়া ব্যক্তির নাম কাগজে স্পষ্টাকারে লিখুন।
কথোপকথন চলাকালীন তার নাম উচ্চারণ করুন
আগেই বলেছি, কারো সামনে তার সুন্দর নামটি ধরে কথা বললে তার মনের মধ্যে একরকম ভালোলাগা কাজ করে।
পুরো কথোপকথনে বেশ কয়েকবার অপর ব্যক্তিটির নাম সম্বোধন করে কথা বলুন। এতে যেমন তার নামটি আপনার মনে গেঁথে যাবে, একই সাথে তার কাছে এই সিগন্যাল যাবে যে– সে আপনার কাছে গুরুত্বপূর্ণ। এরফলে সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে এবং সেও আপনাকে মনে রাখার চেষ্টা করবে।
পরিচিত কারো নামের সাথে মিল খুঁজুন
এটা আমরা সকলেই জানি, একই নাম একাধিক মানুষের হয়ে থাকে।
খেয়াল করে দেখুন নতুন যার সাথে পরিচিত হচ্ছেন তার নামের ন্যায় আপনার পূর্বপরিচিত মহলে আর কে কে আছেন।
যার নামের সাথে মিল পাবেন তার আর নতুন পরিচিত ব্যক্তিদ্বয়কে একই সাথে কল্পনা করুন। তাদের মধ্যে নানারকম মিল বা অমিল খোঁজার চেষ্টা করুন।
নাম ছাড়া অন্য কিছুতে মিল না পেলেও সমস্যা নেই। এই মিল আর অমিল খোঁজার চেষ্টা-ই তাকে আপনার মনে থাকতে সাহায্য করবে।
বিদায়বেলায় তার নাম উল্লেখ করুন
মনে করুন, আপনি তাসিন খান নামে কারো সাথে পরিচিত হলেন। যখন আপনাদের কনভারসেশন (Conversation) শেষ হবে তখন তার নামটি বলে বিদায় নিতে পারেন।
যেমন: জনাব তাসিন খান, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। ইনশা আল্লাহ, আমরা পুনরায় কোনো একটা বিষয় নিয়ে দেখা করবো। আল্লাহ আপনাকে ভালো রাখুন। আস সালামু আলাইকুম।
পর্যবেক্ষণ করুন
দিনশেষে কল্পনা করুন আজকে নতুন কার কার সাথে পরিচিত হয়েছেন। এছাড়াও কখনো কোনো একালায় গেলে একটু ভেবে দেখুন এই এলাকায় আপনার পরিচিত কেউ আছে কি না।
বোনাস পার্ট ?
এতক্ষণে আমরা জেনে গেছি যে, নাম সম্বোধন করে কারো সাথে কথা বললে কি হয়।
আজকের দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের জীবনের সাথে অপপ্রতভাবে জড়িয়ে গেছে। আমরা চাইলেও
অনেক সময় ভার্চুয়াল এই জগত ছাড়া চলতে পারি না।
আমরা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook, Twitter, Instagram, LinkedIn ইত্যাদি সহ নানা টেক্সট মেসেজিং মাধ্যম Messenger ও WhatsApp -এ অসংখ্য মানুষের সাথে কথা বলে থাকি।
এখানেও আমরা কমেন্ট বা মেসেজ রিপ্লাই দেয়ার সময় অপর পাশের ব্যক্তিকে নাম সম্বোধন করে প্রতিত্তোর পাঠাতে পারি।
এভাবে সহজেই অপর পাশের ব্যক্তিটির উপর প্রভাব বিস্তার করতে পারি। আশাকরি এই ট্রিক্সটা কাজে লাগাবেন।
উপসংহার
আশাকরি, এসব চর্চা আপনাকে যেকারো নাম মনে রাখতে সাহায্য করবে। তাই চেষ্টা করুন উপরোক্ত কৌশলগুলো অনুসরণ করার।
প্রিয় পাঠক, জীবনকে উপভোগ করতে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স জানা ও তা অনুসরণ করার বিকল্প নেই। এ বিষয়ক আরও লেখা পড়তে জীবনধারা থেকে ঘুরে আসুন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
যেমনটা আশা করেছি তেমনটা হয় নি। আমি ভেবেছিলাম আরও চমকপ্রদ কোন বিষয় এতে আছে।
দুঃখিত, অনুগ্রহ করে বলবেন কি কীভাবে এই বিষয়টি আরও ভালো করে উপস্থাপন করার সুযোগ আছে?
বেশ কার্যকরী কৌশল শেয়ার করা হয়েছে। ধন্যবাদ স্টাডিকরোকে।
আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।